ছবিতে সুভাষ নাগড়ের ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ। ছবিতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম, জ্যাকি শ্রফ, মনোজ বাজপেয়ী, অমিত সাধ, রোহিনী হট্টংগড়ি, রোনিত রায় ও ভরত ধাবোলকর।
5/6
বলিউড পরিচালক রামগোপাল ভার্মার আসন্ন ‘সরকার ৩’ ছবির কিছু দৃশ্যের শ্যুটিং নতুন করে শুরু করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। যদিও, এর কারণ তিনি এখনই জানাতে রাজি হননি। শুধু বলেছেন, শীঘ্রই জানাবেন।
6/6
টুইটারে অমিতাভ বলেছেন, রামগোপালের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ছবিতে নিজের লুক পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম। এরপরই যোগ করেন, মজা করিছ!