এক্সপ্লোর
Advertisement
লাদাখের খুদে কন্যার গলায় রহমানের সুরে 'বন্দে মাতরম'! ভাইরাল ভিডিও, শেয়ার করলেন বিগ বি
কচি কণ্ঠের এই প্রয়াসে মুগ্ধ তামাম নেটদুনিয়া। অমিতাভ তো ভিডিওটি শেয়ার করে ফেলেছেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে। তারপর থেকে বচ্চন-ভক্তদেরও মুখে মুখে ফিরছে লাদাখ-কন্যার গানের প্রসংশা।
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় হু হু করে শেয়ার হচ্ছে ভিডিওটি। লাইক-এর সংখ্যাও বাড়ছে ক্রমাগত। শুধু আমজনতা নয়, লাদাখের এই ছোট্ট মেয়েটির ভক্তের তালিকায় এখন বিগ বি! ছোট্ট একটি বাচ্চা তার আধো আধো উচ্চারণে গাইছে ‘বন্দে মাতরম’, তাও আবার এ আর রহমনের সুরে! কচি কণ্ঠের এই প্রয়াসে মুগ্ধ তামাম নেটদুনিয়া। অমিতাভ তো ভিডিওটি শেয়ার করে ফেলেছেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে। তারপর থেকে বচ্চন-ভক্তদেরও মুখে মুখে ফিরছে লাদাখ-কন্যার গানের প্রসংশা।
ভিডিওটি দেখলে মুগ্ধ না হয়ে উপায় নেই। রহমানের সুরে অটল থাকার কী আপ্রাণ প্রচেষ্টা এই খুদের! অমিতাভ এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, বন্দেমাতরম।
Vande Mataram 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 https://t.co/tIfebm1iTa
— Amitabh Bachchan (@SrBachchan) August 30, 2019
অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। সোশ্যাল সাইটে তিনি সিনেমা থেকে সামাজিক বিষয়, সবকিছু নিয়ে লেখালেখি করে থাকেন। কবিতাও লেখেন। কিছুদিন আগে অনুরাগীদের সঙ্গে একটি ছবি শেয়ার করেন অমিতাভ।
আপাতত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে ব্যস্ত অমিতাভ। মুক্তির অপেক্ষায় গুলাবো সিতাবো। এই ছবিতে বিগ বির সঙ্গে আছেন আয়ুষ্মান খুরানা। বিগ বিকে দেখা যেতে চলেছে রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement