Amitabh on Instagram: চটজলদি আবেগের নানা অভিব্যক্তি প্রকাশ করে ভাইরাল অমিতাভ বচ্চন
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। যেখানে তাঁকে আবেগের বিভিন্ন অভিব্যক্তি চটজলদি করে দেখাতে দেখা যাচ্ছে।
![Amitabh on Instagram: চটজলদি আবেগের নানা অভিব্যক্তি প্রকাশ করে ভাইরাল অমিতাভ বচ্চন Amitabh Bachchan shares quirky emoticon faces in new avatar, know in details Amitabh on Instagram: চটজলদি আবেগের নানা অভিব্যক্তি প্রকাশ করে ভাইরাল অমিতাভ বচ্চন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/21/c5e677eba847bb4b187cbc7354645907_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: অমিতাভ বচ্চনের কেন এত জনপ্রিয়তা, তা দর্শকরা প্রতি মুহূর্তে টের পান। অমিতাভ বচ্চন যেমন পর্দায় দাপিয়ে দক্ষতার অভিনয় করেন। তেমনই, তিনি যখন টেলিভিশনের পর্দায় জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' নিয়ে হাজির হন, তখন তিনি সঞ্চালক হিসেবেও দর্শকদের মাতিয়ে রাখেন। আর সেই কারণেই আট থেকে আশি, বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা আকাশছোঁয়া।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। যেখানে তাঁকে আবেগের বিভিন্ন অভিব্যক্তি চটজলদি করে দেখাতে দেখা যাচ্ছে। আর অমিতাভ বচ্চনের পোস্ট করা ছবি দেখে হাসি যেমন ধরে রাখতে পারেননি অনুরাগীরা, তেমনই বলিউডের অন্যান্য তারকারাও। পাশাপাশি অমিতাভ বচ্চনের এমন দক্ষতার জন্য তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। খুব অল্প সময়ের মধ্যেই তাই তাঁর ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন - ‘Laal Singh Chaddha’ New Release Date: বদলে গেল দিন, কবে মুক্তি পাবে আমির-করিনা জুটির 'লাল সিং চাড্ডা'?
বয়সটা যে একটা সংখ্যা মাত্র, তা রোজদিন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন অমিতাভ বচ্চন। আজকের প্রজন্মের সঙ্গে পাল্লা দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। যেকোনও বিষয়ে মনের ভাব প্রকাশ তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে থাকেন। সম্প্রতি পোস্ট করা নতুন ছবিতে ক্যাপশনে তিনি লিখেছেন, 'দিন এক। দেহ এক। রূপ অনেক। হাত মেলাও হাত মেলাও হাত মেলাও'। তাঁর যে এক দেহে অনেক প্রতিভা, তা তো তিনি প্রতিনিয়তই প্রমাণ করে দেন।
টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-র পাশাপাশি অমিতাভ বচ্চনের হাতে এই মুহূর্তে রয়েছে অনেক ছবির কাজও। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'গুড বাই' ছবিতে। এই ছবিতে তাঁকে দেখা যাবে নীনা গুপ্তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'ব্রহ্মাস্ত্র'। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে রণবীর কপূর ও আলিয়া ভট্টেকে। এছাড়াও 'মে ডে', 'ঝুন্ড', 'দ্য ইনটার্ন'-র মতো একাধিক ছবি রয়েছে তাঁর হাতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)