Amitabh Bacchan: অমিতাভের ব্লগ লিখবে চ্যাটজিপিটি? নিজের অনুভূতি জানালেন অভিনেতা
Amitabh Bachchan and ChatGPT: দিনের টুকরো টুকরো অনুভূতি ব্লগে ভাগ করে নেওয়া অমিতাভের অভ্যাস। তাঁর এই ব্লগ বেশ জনপ্রিয়ও।
কলকাতা: সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের শিরোনাম। চর্চায় চ্যাটজিপিটি। আর্টিফিসিয়াল ইনটেলিডেন্সের এই সফটওয়্য়ার নিয়ে এখন তোলপাড় দুনিয়া। এই সফটওয়্যারের কাজকর্ম জানার পরে অনেকের মনে করছেন, মানুষের জায়গা নিতে পারে এই চ্যাটজিপিটি। আর এবার নিজের ব্লগ নাকি চ্যাটজিপিটি দিয়ে লেখার কথা ভাবছেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) খোদ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আর্টিফিসিয়াল ইনটেলিডেন্সের সাহায্যে বানানো নিজের কিছু ছবি পোস্ট করেছেন অমিতাভ। কিছুটা কার্টুনের ধাঁচে তৈরি করা এই ছবিগুলিকে দেখতে অবিকল অমিতাভের মতোই। এই ছবিগুলি শেয়ার করে চ্যাটজিপিটি নিয়ে নিজের ব্লগে মতামত জানিয়েছেন অমিতাভ। দিনের টুকরো টুকরো অনুভূতি ব্লগে ভাগ করে নেওয়া অমিতাভের অভ্যাস। তাঁর এই ব্লগ বেশ জনপ্রিয়ও। অমিতাভ লিখেছেন, 'আমি চাই চ্যাটজিপিটি আমার রোজনামচা আমার হয়ে লিখে দিক। একদিন হয়তো মানুষকে সরিয়ে এই চ্যাটজিপিটিই তার জায়গা নেবে। তবে আমার ব্লগ যদি চ্যাটজিপিটি লিখে দেয়, তাতে কোনও প্রাণ থাকবে না। তবে হয়তো একদিন না একদিন আমি এটা চেষ্টা করব।'
কিছুদিন আগেই শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। হায়দরাবাদে 'প্রোজেক্ট কে' (Project K) ছবির শ্যুটিং চলাকালীন আহত হন তিনি। পাঁজরে আঘাত লাগে তাঁর। তখনই শ্যুটিং স্থগিত রেখে চিকিৎসার জন্য ফিরতে হয় অমিতাভকে। তারপরে বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। অনুরাগীরাও উদ্বিগ্ন ছিলেন 'বিগ বি'-র স্বাস্থ্য নিয়ে। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই শ্যুটিং ফ্লোরে ফিরবেন তিনি।
মার্চ মাসের প্রথমদিকে 'প্রোজেক্ট কে' ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে আহত হয়েছিলেন বিগ বি। নিজের ব্লগেই সেই আপডেট দিয়েছিলেন তিনি। আপাতত তিনি মুম্বইয়ের বাড়িতে বিশ্রামে আছেন। পাঁজরের পেশিতে চিড় ধরেছিল। অভিনেতা সেই সময়েই জানিয়েছিলেন যে শ্যুটিং বাতিল করে দিতে হয়েছে কারণ চোট সারিয়ে উঠতে তাঁর কয়েক সপ্তাহ সময় লাগবে। হায়দরাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছিলেন বিগ বি। চিকিৎসকেরা তাঁকে সেই সময়ে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছিলেন। ব্লগে অমিতাভ বচ্চন লিখেছিলেন, 'হ্যাঁ যন্ত্রণা হচ্ছে... নড়াচড়া করলে বা শ্বাসপ্রশ্বাস নিলে... স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লাগতে পারে... ব্যথার জন্য ওষুধপত্র চলছে।' এখনও চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামেই রয়েছেন তিনি। তবে এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ মিস্টার বচ্চন।
আরও পড়ুন: Honey Singh: প্রেমিকা টিনার সঙ্গে বিচ্ছেদ হানি সিংয়ের, নেপথ্যে বলিউডের নায়িকা?