(Source: ECI/ABP News/ABP Majha)
Anannya Saswata: কাঁটায়-কাঁটায় সিরিজ এবার ওয়েবের পর্দায়, গল্পে অনন্যা-শাশ্বত
Anannya Saswata New Web Series: এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। এই সিরিজের প্রযোজক শ্যামসুন্দর দে। 'কাঁটায় কাঁটায়' নারায়ণ স্যানালের লেখা গোয়েন্দা গল্পের সিরিজ
কলকাতা: নারায়ণ স্যানালের 'কাঁটা' সিরিজ এবার ওয়েব সিরিজের পর্দায়। এই প্রথমবার। মুখ্যভূমিকায় দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswat Chatterjee), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), পায়েল সরকার (Payal Sarkar), মীর (Mir), আয়ুষী তালুকদার (Ayoshi Talukdar), সোমরাজ মাইতি (Somraj Maity) ও রাচেল হোয়াইট (Rachel White)।
এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় (Joydip Mukherjee)। এই সিরিজের প্রযোজক শ্যামসুন্দর দে (Shyam Sundar Dey)। 'কাঁটায় কাঁটায়' নারায়ণ স্যানালের লেখা গোয়েন্দা গল্পের সিরিজ। এই গল্পের প্রত্যেক গল্পেই একটি করে কাঁটার যোগ রয়েছে। এই সিরিজে তুলে ধরা হবে 'সোনার কাঁটা' গল্পটিকে।
আরও পড়ুন: Ishaa Arjun: গুপ্তধন সিরিজ নয়, এবার নতুন গল্পে ইশা-অর্জুন জুটি
ঝড়ে আটকে পড়া এক পরিবার, তারপর একটা খুন.. কাঁটায় কাঁটায় ঘুরবে গল্পের মোড়। টান টান রহস্যের এই গল্প নিয়ে এখনও পর্যন্ত কোনও প্ল্যাটফর্মেই কোনও কাজ হয়নি। দর্শকদের প্রত্যাশা রয়েছে এই টানা টান গল্প থেকে। সদ্য একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ ও ছবির ঘোষণা করেছে জি ফাইভ। এর মধ্যে অন্যতম আকর্ষণীয় সিরিজ হল কাঁটায় কাঁটায়।
View this post on Instagram