Bollywood Update: মাসি হলেন অনন্যা পাণ্ডে, পরিবারের নতুন সদস্যের আগমনে উচ্ছ্বসিত নায়িকা
Alanna Panday Child: এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন আলানা পাণ্ডে। তার মাধ্যমেই সুখবর ভাগ করে নেন তাঁরা। ভিডিও দেখা যাচ্ছে, নতুন মা-বাবা ও তাঁদের একরত্তি নীল পোশাকে সেজেছেন।
![Bollywood Update: মাসি হলেন অনন্যা পাণ্ডে, পরিবারের নতুন সদস্যের আগমনে উচ্ছ্বসিত নায়িকা Ananya Panday cousin sister Alanna Panday welcome first child with husband Ivor McCray Bollywood Update: মাসি হলেন অনন্যা পাণ্ডে, পরিবারের নতুন সদস্যের আগমনে উচ্ছ্বসিত নায়িকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/08/21777b52e14ccf128f24516bd347da261720425176514229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মা হয়েছেন তুতো দিদি। মাসি হলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। আলানা পাণ্ডে (Alanna Panday) ও আইভর ম্যাকরের (Ivor McCray) কোলে এল পুত্র সন্তান। নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুসংবাদ দেন আলানা নিজেও।
মাসি হয়েছেন অনন্যা, আলানা-আইভরের কোলে পুত্র সন্তান
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন আলানা পাণ্ডে। তার মাধ্যমেই সুখবর ভাগ করে নেন তাঁরা। ভিডিও দেখা যাচ্ছে, নতুন মা-বাবা ও তাঁদের একরত্তি নীল পোশাকে সেজেছেন। ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা, 'আমাদের ছোট্ট পরী এসে গেছে'।
তুতো দিদির পরিবারে সুখবর, আনন্দে আত্মহারা মাসি অনন্যা পাণ্ডে। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিও পোস্ট করে লেখেন, 'আমার মিষ্টি ছোট্ট বোনপো এসে গেছে।' মার্চের শুরুর দিকে বিশাল এক 'বেবি শাওয়ার' অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বলিউডের একাধিক তাবড় তারকাও উপস্থিত ছিলেন।
গত বছর মুম্বইয়ে গাঁটছড়া বাঁধেন আলানা পাণ্ডে ও আইভর ম্যাকরে। ফেব্রুয়ারি মাসে দম্পতি ঘোষণা করে যে তাঁদের পরিবারে প্রথম সন্তান আসতে চলেছে। একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে আলানা লেখেন, 'আমরা এখনই তোমাকে খুব ভালবেসে ফেলেছি, দেখা করার তর সইছে না।'
View this post on Instagram
আরও পড়ুন: Sonakshi Sinha: মাত্র ২৫ মিনিট দূরে বাপের বাড়ি, তবু সোনাক্ষীর মন পড়ে আছে বাবা-মায়ের কাছেই
অন্যদিকে, অনন্যা পাণ্ডের হাতে রয়েছে কিছু আকর্ষণীয় কাজ। তাঁকে টিভি সিরিজ 'কল মি বে'-এ দেখা যাবে বরুণ ধবন ও বীর দাসের সঙ্গে। এই সিরিজ শোনাবে এক কোটিপতি ফ্যাশনিস্তার, যাকে পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে একটি কেচ্ছায় নাম জড়ানোর কারণে। এরপর স্বাধীনতার পথে তার সফরের গল্প বলবে 'কল মি বে' (Call Me Bae)। মে মাসে এই সিরিজের নতুন পোস্টার প্রকাশ করে ৬ সেপ্টেম্বর মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এছাড়া অনন্যা তৈরি হচ্ছেন 'কন্ট্রোল' ও 'দ্য আনটোল্ড স্টোরি অফ সি শঙ্করণ নায়ার' প্রজেক্টদুটির জন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)