Ananya Panday Updates: অপছন্দের ব্যক্তিকে আনফলো নয়, তাহলে কী করতে পছন্দ করেন অনন্যা?
বহু তারকাই ট্রোলকে পরোয়া করেন না। আবার কোনও কোনও তারকা ট্রোলারদের মুখের মতো জবাবও দিয়ে থাকেন। অনন্যা পাণ্ডে কীভাবে ট্রোল, ট্রোলারদের হ্যান্ডল করেন?

মুম্বই: বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday) সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। নানা সময় নানা ছবি কিংবা ভিডিও অথবা রিল শেয়ার করেন। তাই নেট নাগরিকদের ট্রোলের মুখেও পড়তে হয় তাঁকে। অনেক সময়ই তারকারা বলে থাকেন যে, সোশ্যাল মিডিয়ার ট্রোলের ফলে তার প্রভাব পড়ে তাঁদের মানসিক স্বাস্থ্যে। বহু তারকাই ট্রোলকে পরোয়া করেন না। আবার কোনও কোনও তারকা ট্রোলারদের মুখের মতো জবাবও দিয়ে থাকেন। অনন্যা পাণ্ডে কীভাবে ট্রোল, ট্রোলারদের হ্যান্ডল করেন? এক সাক্ষাৎকারে সে কথাই বললেন অভিনেত্রী।
অনন্যা পাণ্ডের জবাব-
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে বলেন, 'সত্যি কথা বলতে কি আমি সম্প্রতি ইনস্টাগ্রামে মিউট ফিচারটি খুঁজে পেয়েছি। আর সেটা ব্যবহারও করি। অপছন্দের ব্যক্তি থেকে ট্রোলের ক্ষেত্রে তাদের আনফলো করার থেকে মিউট করে রাখতে আমি বেশি পছন্দ করি। আমি যেটা দেখতে চাই সেটা নিজেই বেছে নিই। তাই আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক বেশ ভালো। আমি মিউট ফিচারটা ব্যবহার করতে পারি তাই এই সুসম্পর্ক বজায় থাকে।'
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: তিন বছর ডেটিংয়ের পর সম্পর্ক ভাঙল ইশান-অনন্যার?
মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে অনন্যা-
সম্প্রতি ইনস্টাগ্রামে মিউট ফিটচারটি ব্যবহার করতে শিখেছেন অনন্যা পাণ্ডে। যে ফিচারের মাধ্যমে তিনি কী দেখতে চান, আর কী চান না, তা নিজেই স্থির করতে পারেন। অনন্যা আরও বলছেন, 'সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকটা সময় কাটাই। কাজের জন্য হোক কিংবা মজা করতে। তাই সেখানে আমি সেটাই দেখতে চাইব যা আমার ভালো লাগে। আমাদের এটা মনে রাখা দরকার, আমার চোখের সামনে যদি অপছন্দের কিছু না আসে, তাহলে তা আমাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারবে না। কোনও সম্পর্কেও তার প্রভাব পড়বে না। তাই ব্লক করা কিংবা আনফলো করার পরিবর্তে মিউট করে রাখতেই আমি পছন্দ করি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
