![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ananya Pandey Pics: কালো সুইমস্যুটে ইন্টারনেটে উত্তাপ বাড়ালেন অনন্যা পান্ডে
বলিউড তারকাদের প্রিয় হলিডে ডেস্টিনেশন মলদ্বীপ। করিনা কপূর খান থেকে শুরু করে সমস্ত তারকারাই সময় পেলেই টুক করে ঘুরে আসেন মলদ্বীপ থেকে।
![Ananya Pandey Pics: কালো সুইমস্যুটে ইন্টারনেটে উত্তাপ বাড়ালেন অনন্যা পান্ডে Ananya Pandey pics Sizzles Black Swimsuit Maldives Ananya Pandey Pics: কালো সুইমস্যুটে ইন্টারনেটে উত্তাপ বাড়ালেন অনন্যা পান্ডে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/17/227a2a02844b935befbebe97b743db60_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অনন্যা পান্ডে (Ananya Panday)। স্টার কিড হিসেবে এমনিতেই নেপোটিজম বিতর্কে তাঁর দিকে আঙুল ওঠে। কিন্তু বিতর্ককে কোনও পরোয়া না করেই একের পর এক ছবি উপহার দেওয়া থেকে বেড়াতে গিয়ে অনুরাগীদের সঙ্গে ছবি শেয়ার করে নেওয়া, সবই তিনি করেন। সম্প্রতি মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা। সেখান থেকেই নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডলে পোস্ট করলেন কালো সুইমস্যুট পরা ছবি। যা দেখে ইতিমধ্যেই উত্তার ছড়িয়েছে ইন্টারনেটে।
আরও পড়ুন - কেন 'ওয়েলকাম ব্যাক' থেকে বাদ পড়েছিলেন মল্লিকা শেরাওয়াত?
বলিউড তারকাদের প্রিয় হলিডে ডেস্টিনেশন মলদ্বীপ। করিনা কপূর খান (Kareena kapoor khan) থেকে শুরু করে সমস্ত তারকারা সময় পেলেই টুক করে ঘুরে আসেন মলদ্বীপ থেকে। সম্প্রতি কাজের ফাঁকে সময় পেয়েই সেখানে ছুটি কাটাতে চলে গিয়েছেন 'পতি পত্নী অউর উও' অভিনেত্রী অনন্যা পান্ডে। সেখান থেকেই কালো সুইমস্যুটে নিজের সেলফি পোস্ট করলেন ইনস্টাগ্রাম হ্যান্ডলে। কালো সুইমস্যুটের সঙ্গে মানানসই মেটালিক জুয়েলারিতে তাঁর আকর্ষণ ছড়িয়েছে ইন্টারনেট জুড়ে। যা দেখে নেট নাগরিকরা তো বটেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন টিনসেল টাউনের অন্য়ান্য তারকারাও। করিশ্মা কপূর, কিয়ারা আডবাণী, অঙ্গদ বেদী, আদিত্য শীল থেকে হুমা কুরেশি প্রত্যেকেই কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের ঝলকের প্রশংসা করেছেন।
আরও পড়ুন - পরনে ঢিলেঢালা পোশাক! মা হতে চলেছেন কাজল আগরওয়াল?
প্রসঙ্গত, শেষবার অভিনেতা ঈশান খট্টরের বিপরীতে 'খালি পিলি' ছবিতে দেখা গিয়েছিল অনন্যা পান্ডেকে। সদ্যই তিনি তাঁর নতুন ছবি 'খো গয়ে হম কাঁহা' ছবির ঘোষণা করেছেন। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবকে।
আরও পড়ুন - প্রকাশ পেল 'খো গয়ে হাম কাঁহা' ছবির প্রথম পোস্টার
আরও পড়ুন - Celebrities in OTT: অনুরাগীদের উদ্দেশে ওটিটি প্ল্যাটফর্মে কিং খানকে স্বাগত জানানোর বার্তা সলমন খানের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)