পরনে ঢিলেঢালা পোশাক! মা হতে চলেছেন কাজল আগরওয়াল?
যদিও কাজল আগরওয়াল কিংবা তাঁর স্বামী গৌতম কিচলুর পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
মুম্বই: কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই নাকি মা হতে চলেছেন কাজল আগরওয়াল (Kajal Agarwal)। সামনেই তাঁর বিবাহবার্ষিকী। আর প্রথম বিবাহবার্ষিকীতেই সুখবর দিতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। যদিও কাজল আগরওয়াল কিংবা তাঁর স্বামী গৌতম কিচলুর পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, কাজল আগরওয়াল এবং তাঁর স্বামী গৌতম কিচলু খুব শীঘ্রই নতুন অতিথিকে স্বাগতম জানাতে চলেছেন। এমনকি 'আচার্য' ছবির নির্মাতাদেরও নাকি অভিনেত্রী তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার কথা জানিয়েছেন। যদিও অভিনেত্রী বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেই খবরে শিলমোহর দেওয়া হয়নি। বা তাঁদের পক্ষ থেকে কিছু জানানোও হয়নি। পাশাপাশি ওই খবরে এমনও দাবি জানানো হয়েছে যে, আগামি ছবির শ্যুটিংও খুব শীঘ্রই শেষ করে ফেলতে চাইছেন অভিনেত্রী।
আরও পড়ুন - Yash Dasgupta Update: ব্যক্তিগত জীবন ঘিরে নানা বিতর্ক, অভিনেতা যশ দাশগুপ্ত সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে বিশেষ কথা বলা বরবারই পছন্দ করেন না বলিউড এবং দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত বছর ৩০ অক্টোবর একেবারে ঘনিষ্ট পরিজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন তিনি। করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু আত্মীয় স্বজনদের উপস্থিতিতেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। আর মাত্র কয়েকদিন পরই তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। তার আগে এমন সুখবর যে তাঁদের জীবনে অন্য মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন - Health Tips: স্বাস্থ্যের উপকারে নিয়মিত 'সুখাসন' করছেন আলিয়া, জানেন এর উপকারিতাগুলো কী কী?
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের রোম্যান্টিক ছবিও পোস্ট করতেন তাঁরা। সম্প্রতি গণেশ চতুর্থী উপলক্ষে নিজেদের ছবি পোস্ট করেন। সেই ছবিতেও ঢিলেঢালা পোশাকে অভিনেত্রীকে দেখে অনুরাগীদের মনে আরও খানিকটা সন্দেহ তৈরি হয়েছে।