Anchal Tiwari: 'পুনম পাণ্ডের সঙ্গে তুলনা করবেন না', মৃত্যুর খবরের পরেরদিনই 'বেঁচে উঠে' বললেন আঁচল তিওয়ারি
Anchal Tiwari Death News: আজ, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন আঁচল। সেখানে তিনি লেখেন..
![Anchal Tiwari: 'পুনম পাণ্ডের সঙ্গে তুলনা করবেন না', মৃত্যুর খবরের পরেরদিনই 'বেঁচে উঠে' বললেন আঁচল তিওয়ারি Anchal Tiwari said her death news is totally false request people not to serrulate fake news Anchal Tiwari: 'পুনম পাণ্ডের সঙ্গে তুলনা করবেন না', মৃত্যুর খবরের পরেরদিনই 'বেঁচে উঠে' বললেন আঁচল তিওয়ারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/28/5c490d21d62577841ebe4c2b19cc095e170911641464049_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তাঁর মৃত্যুর খবরে তোলপাড়, শোকপ্রকাশ। কিন্তু তার ঠিক একদিন পরেই সশরীরে সমাজমাধ্যমে হাজির অভিনেত্রী আঁচল তিওয়ারি (Anchal Tiwari)। মৃত তো নয় বটেই, তিনি বেঁচে আছেন। সুস্থ। তাহলে কি করে ২৭ ফেব্রুয়ারি ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবর? এ কি পুনম পাণ্ডের (Punam Pandya)-র মতো কোনও পরিকল্পিত সিদ্ধান্ত নাকি নেহাতই নাম-বিভ্রাট? সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে গোটা ঘটনা স্পষ্ট করলেন 'পঞ্চায়েত ২' (Panchayat 2) অভিনেত্রী।
আজ, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন আঁচল। সেখানে তিনি লেখেন, 'গতকাল থেকে একটাই খবর শুনছি, আমি নাকি দুর্ঘটনায় মারা গিয়েছি। 'পঞ্চায়েত ২' অভিনেত্রী দুর্ঘটনায় মৃত। আমি আপনাদের সবার কাছে একটা কথা স্পষ্ট করে দিতে চাই.. আমার কিচ্ছু হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ, বেঁচে আছি। কথা বলছি আপনাদের সঙ্গে। দুর্ঘটনায় যিনি মারা গিয়েছেন, তিনি একজন ভোজপুরী অভিনেত্রী। দুর্ভাগ্যবশত তাঁরও নাম আঁচল তিওয়ারিই। কিন্তু আমার ভোজপুরী ছবির সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমি হিন্দি ছবির অভিনেত্রী। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় আমার পরিবার একটা মানসিক অশান্তি, অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছে। দয়া করে মিথ্যে খবর ছড়াবেন না আমার মৃত্যু নিয়ে। অনেকে কটাক্ষ করছেন, আমি নাকি পুনম পাণ্ডের মতো নিজের মৃত্যুর খবর নিজেই ছড়িয়েছি। বিষয়টা আদৌ তেমন না আর সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমার তরফ থেকে ভুয়ো খবর ছড়ানোর কোনও প্রচেষ্টাই ছিল না। এইসবের মধ্যে আমি নেই। দয়া করে ভুল খবর ছড়াবেন না।'
মঙ্গলবার খবর ছড়ায়, পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভোজপুরী অভিনেত্রী আঁচল তিওয়ারি সহ ৯ জন। প্রত্যেকেই ভোজপুরী ছবির সঙ্গে যুক্ত। বিহারের কাইমুর জেলায় ট্রাক, এসইউভি গাড়ি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তাঁদের। আঁচল ছাড়াও ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভোজপুরি অভিনেত্রী সিমরণ শ্রীবাস্তব। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যাবেলা নাগাদ মোহানিয়া থানা চত্বরের দেবকালী গ্রামের কাছে জিটি রোডের ওপর। মোহানিয়া থানার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদের দেহ শনাক্ত করা হয়েছে এবং ভোজপুরি গায়ক বিমলেশ পাণ্ডে ওরফে ছোটু পাণ্ডে মৃতদের উল্লেখযোগ্য।
View this post on Instagram
আরও পড়ুন: Sourav Chakraborty: ১ মার্চ থেকে শুরু শ্যুটিং, 'রাজনীতি'-র রহস্য সমাধানে ওড়িশা পাড়ি সৌরভের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)