Sourav Chakraborty: ১ মার্চ থেকে শুরু শ্যুটিং, 'রাজনীতি'-র রহস্য সমাধানে ওড়িশা পাড়ি সৌরভের
Raajniti Exclusive: ১ মার্চ থেকে শুরু হবে সিরিজের শ্যুটিং। ওড়িশা ও হাওড়ার কিছু অংশে শ্যুটিং হবে এই সিরিজের
কলকাতা: এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন অনেকেই। সেই সিজনের শ্যুটিংই শুরু হচ্ছে আগামী মাসের শুরু থেকেই। আর সেই কাজেই, টিম 'রাজনীতি'-কে নিয়ে ওড়িশা পাড়ি দিচ্ছেন পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)।
'হইচই' (Hoichoi) -এর দ্বিতীয় সিজনের ঘোষণা যখন হয়েছিল, তখন প্রকাশ্যে এসেছিল জনপ্রিয় ওয়েব সিরিজ 'রাজনীতি'-র দ্বিতীয় সিজনের খবর। নিজের সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'কেমিস্ট্রি মাসি'-র শ্যুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 'রাজনীতি'-র দ্বিতীয় সিজন নিয়ে কাজ শুরু করে দিয়েছিলেন সৌরভ। চিত্রনাট্য তৈরি থেকে শুরু করে রেকি করা... সমস্তই চলছিল জোরকদমে। সেই শ্যুটিংয়ের কারণেই আজ সৌরভ পাড়ি দিয়েছেন ওড়িশা।
১ মার্চ থেকে শুরু হবে সিরিজের শ্যুটিং। ওড়িশা ও হাওড়ার কিছু অংশে শ্যুটিং হবে এই সিরিজের। কলকাতাতেও বেশ কিছু শ্যুটিংয়ের অংশ রয়েছে। যেহেতু এটি একটি থ্রিলার, তাই ছবির গল্পের গতিবিধি নিয়ে মুখ খুলতে নারাজ পরিচালক থেকে শুরু করে প্রযোজনা সংস্থা কেউই। তবে এবারে অন্যতম চমক থাকবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) চরিত্রকে ঘিরে। এর আগের সিরিজে দেখানো হয়েছিল, মঞ্চে বক্তৃতা দিতে দিতেই মারা যান কৌশিকের চরিত্র। কিন্তু এবারের সিরিজেও মুখ্যভূমিকায় থাকছেন তিনি। তা যে কোন ম্যাজিকে, সেটা জানা যাবে এই সিরিজে।
এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee)। একটি পরিবার ও সেই পরিবারের অন্দরের দ্বৈরথ, রাজনৈতিক সমীকরণ, দুর্ঘটনা নাকি পরিকল্পিত দুর্ঘটনা.. এই সমস্তকিছুকে কেন্দ্র করেই আবর্তিত হবে সিরিজের গল্প। 'রাজনীতি' 'হইচই' (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মের অন্যতম প্রশংসিত সিরিজ। আর তাই, এই সিরিজের দ্বিতীয় ভাগ নিয়ে দর্শকদের অপেক্ষা রয়েছেই। আগ্রহ নিরসন হবে আগামী সিরিজে। এখনও প্রযোজনা সংস্থার তরফে সিরিজের মুক্তির দিন নিয়ে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।
প্রসঙ্গত, সদ্য এই প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছে সৌরভের পরিচালিত আরও একটি ওয়েব সিরিজ, 'কেমিস্ট্রি মাসি'। এই সিরিজের হাত ধরেই প্রথমবার ওয়েব প্ল্যাটফর্মে পা রেখেছেন দেবশ্রী রায় (Debosree Roy)। শিক্ষাক্ষেত্র, এক গৃহবধূর ইউটিউবার হয়ে ওঠা, সব মিলিয়ে বিভিন্ন খাতে হয়ে গিয়েছে এই সিরিজের গল্প।
আরও পড়ুন: Abir-Ritabhari Exclusive: অপরাধীদের জবানবন্দি নিয়ে থ্রিলার! শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে চমকের ওপর চমক!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।