এক্সপ্লোর
Advertisement
করোনা পজিটিভ বরুণ, নীতু, নেগেটিভ অনিল, কিয়ারা, স্থগিত 'যুগ যুগ জিও' ছবির শ্যুটিং
করোনা পজিটিভ নীতু সিং ও বরুণ ধবন। গুজব উড়িয়ে নিজের করোনা নেগেটিভ হওয়ার খবর দিলেন অনিল কপূর খোদ। পরিস্থিতির চাপে আপাতত স্থগিত 'যুগ যুগ জিও' ছবির শ্যুটিং।
মুম্বই: করোনা পজিটিভ নীতু সিং ও বরুণ ধবন। গুজব উড়িয়ে নিজের করোনা নেগেটিভ হওয়ার খবর দিলেন অনিল কপূর খোদ। পরিস্থিতির চাপে আপাতত স্থগিত 'যুগ যুগ জিও' ছবির শ্যুটিং।
ঋষি কপূরের মৃত্যুর পরে এই ছবির হাত ধরেই সেটে ফিরছেন নীতু কপূর। বরুণ ও অনিল ছাড়াও এই ছবিতে রয়েছেন কিয়ারা বাডবাণী ও প্রযক্তা কোলি। সূত্রের খবর, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ছবির নায়িকা কিয়ারারও। শ্য়ুটিং শুরুর সময়ই করা হয়েছিল করোনা টেস্ট। সেই সময়েই জানিয়েছিলেন যে টিমের প্রত্যেকেই তাঁরা কোভিড টেস্ট করিয়েছেন এবং সকলের রিপোর্টই নেগেটিভ। কিন্তু শুটিং শুরু দিন দুয়েকের মধ্যেই ঘটল বিপত্তি! শোনা যাচ্ছে, ‘যুগ যুগ জিও’র পরিচালক রাজ মেহেতা-সহ নাকি ছবির দুই মুখ্য চরিত্র করোনায় আক্রান্ত হয়েছেন। অতঃপর তড়িঘড়ি সিনেমার শুটিং বন্ধ করে দিতে হল।
নিউ নর্মালে ফের শুটিং শুরু হয় সুরক্ষাবিধি মেনে। সেটে ক্রিউ মেম্বাররা সকলে পিপিই কিট, মাস্ক, গ্লাভস ব্যবহার করে, এত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করলেও কীভাবে নীতু ও বরুণ করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নির্মাতাদের। কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিং চলছিল চণ্ডীগড়ে। ছবিতে রয়েছেন মণীষ পাল, প্রাজক্তা কোহলিও। সম্প্রতি ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। যতদিন না তারকারা সকলে সেরে না উঠছেন, ততদিন সিনেমার শুটিং বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে।
গুজব শোনা গিয়েছিল যে করোনা আক্রান্ত হয়েছেন অনিল কপূরও। কিন্তু সেই জল্পনা উড়িয়ে আসল কথা ইনস্টাগ্রামে জানিয়ে দেন তিনি। লেখেন, 'এত জল্পনার প্রয়োজন নেই। আমার রিপোস্ট করোনা নেগেটিভ এসেছে। সবার চিন্তা ও উদ্বেগের জন্য ধন্যবাদ।'
গত নভেম্বরে প্রথমবার এই ছবির আউটডোর শ্যুটিং-এ বেরিয়ে দলের সদস্যদের নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন নীতু কাপুর। ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'এই ভয়ের সময়ে আমার প্রথম উড়ান। কপূর সাহেব, তুমিও এখানে আমার হাত ধরার জন্য নেই। তবে আমি জানি তুুমি আমার সঙ্গেই আছেন। এটা করার সাহস দেওয়ার জন্য ধন্যবাদ যুগ যুগ জিও-কে। আমরা সবাই কোভিড পরীক্ষা করিয়েছি এবং সুরক্ষিত। ছবি তোলার সময় মাস্কটা খুলেছি।'
যুগ যুগ জিও-তে দেখা বরুণ ও কিয়ারার কেমিস্ট্রি। শ্যুটিং-এর একটি ছবি পোস্ট করে কিয়ারা ক্যাপশনে লিখেছিলেন, 'হ্যাপি হাসব্যান্ড, হ্যাপি লাইফ।'
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement