Anushka Sharma: ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয়ের আগে বাঙালির পান্তা ভাতে মজলেন অনুষ্কা
Anushka Sharma Update: সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর দুপুরের খাবারের এক ঝলক পোস্ট করলেন অভিনেত্রী। দেখা গেল পাতে রয়েছে পান্তা ভাত। সঙ্গে অন্যান্য খাদ্যদ্রব্যও রয়েছে।
নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) খুব শীঘ্রই ব্যাট হাতে নামতে চলেছেন মাঠে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফাস্টবোলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদা এক্সপ্রেস' (Chakda Xpress) ছবিতে অভিনয় করতে চলেছেন অনুষ্কা। মুখ্য চরিত্রে তিনিই। আর বাঙালি এই ক্রিকেট তারকার চরিত্রে অভিনয়ের প্রাক্কালে বাঙালি খাদ্যাভ্যাসেও নিজেকে মানিয়ে নিতে শুরু করেছেন না কি অভিনেত্রী? তাঁর ইনস্টা পোস্ট তেমনই ইঙ্গিত দিল বটে।
'বাঙালি' অনুষ্কা শর্মা
আর কিছুদিনেই দেশের বড় বড় ক্রিকেট স্টেডিয়াম গুলিতে বিভিন্ন খেলার দৃশ্যের শ্যুটিং শুরু করতে চলেছেন তিনি। আর এমন সময়ে হাঁসফাঁস গরম কমাতে অভিনেত্রী মুখে তুললেন বাঙালির প্রিয় ঠান্ডা পান্তা ভাত।
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর দুপুরের খাবারের এক ঝলক পোস্ট করলেন অভিনেত্রী। দেখা গেল পাতে রয়েছে পান্তা ভাত। সঙ্গে অন্যান্য খাদ্যদ্রব্যও রয়েছে। যেমন আলুর চোখা, বেগুন ভাজা, বড়া, পেঁয়াজ, লঙ্কা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'পান্তা ভাত'।
'চাকদা এক্সপ্রেশ' শ্যুটিং সূচি
ইতিমধ্যে, সূত্র মারফত জানা গিয়েছে যে অনুষ্কা সম্ভবত লর্ডস এবং হেডিংলে স্টেডিয়াম সহ যুক্তরাজ্যের শীর্ষ স্টেডিয়ামগুলিতে তাঁর শ্যুটিং শুরু করবেন। কথা চলছে ভারতের বিভিন্ন স্টেডিয়ামগুলোর সঙ্গেও।
আরও পড়ুন: KGF 2 Box Office Collection Day 4: প্রথম সপ্তাহান্তেই ৫০০ কোটি পার করল 'কেজিএফ: চ্যাপ্টার ২'
অনুষ্কার প্রস্তুতি
চোখে চশমা, খেলার পোশাক। নেটে বোলিংয়ের অনুশীলন করছেন তিনি। কে? নাহ, বিরাট কোহলি নন, তিনি বিরাট ঘরনি। অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদা এক্সপ্রেস' ছবির জন্য আপাতত রূপালি পর্দার নায়িকা অনুশীলন করছেন ২২ গজে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন নায়িকা।
পর্দায় তাঁকে দেখা যাবে ফাস্টবোলার হিসাবে। দীর্ঘ তিন বছর পর ফিরছেন বিরাট ঘরনি। গত বছরের শেষে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে অনুষ্কা জানিয়েছিলেন, ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকেই।