![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anindita Sudip Marriage: সিঁদুরে রাঙা অনিন্দিতা, সুদীপের সঙ্গে বাঁধা পড়লেন সাত পাকে
প্রজাতন্ত্র দিবসের দিন ভালোবাসার বন্ধন। আইনি বন্ধনে বাঁধা পড়লেন টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury) এবং অভিনেতা সুদীপ সরকার (Sudip Sarkar)।
![Anindita Sudip Marriage: সিঁদুরে রাঙা অনিন্দিতা, সুদীপের সঙ্গে বাঁধা পড়লেন সাত পাকে Anindita Sudip Marriage: Actress Anindita Raychaudhury and Actor Sudip Sarkar got married on 26 January Anindita Sudip Marriage: সিঁদুরে রাঙা অনিন্দিতা, সুদীপের সঙ্গে বাঁধা পড়লেন সাত পাকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/27/a24f39a5b0443d1220a128c0a9b8719c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রজাতন্ত্র দিবসের দিন ভালোবাসার বন্ধন। আইনি বন্ধনে বাঁধা পড়লেন টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury) এবং অভিনেতা সুদীপ সরকার (Sudip Sarkar)। গতকাল রাত্রে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি আপলোড করে কিছু নতুন শুরুর ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা অভিনেত্রী দুজনেই। বুধবার বেলা গড়াতেই বর বেশে সাজলেন সুদীপ। সিঁদুরে রাঙা হল অনিন্দিতার সিঁথি।
চার মাসের প্রেম আইনি বন্ধনে বাঁধা পড়ল বুধবার দুপুরে। কলকাতার এক হোটেল ভাড়া করে বিয়ে করলেন টেলি পাড়ার যুগল। ৫৫ জন অতিথির উপস্থিতিতে আংটি বদল, সিঁদুরদান, মালাবদল হল অনিন্দিতা-সুদীপের। বিকেল হতেই শ্বশুরবাড়ির দিকে রওনা দিয়েছিলেন নববধূ। বৃহস্পতিবার থেকে আবার যে যার মতো স্টুডিয়োপাড়ায় কাজে ফিরবেন তাঁরা।
ব্যস্ততার জন্য একদিনেই বিয়ের অনুষ্ঠান সেরে ফেলেছেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, মানালির মত এতাধিক তারকা। প্রথমে অনিন্দিতার বধূবেশ ও সিঁদুরদানের ধরা পড়ল মানালির সোশ্যাল মিডিয়ায়। এরপর রুদ্রনীলের সেলফিতেও দেখা মিলেছে সিঁদুরে রাঙা অনিন্দিতার। সীমিত সংখ্যক অতিথিদের নিয়েই বিয়ে সারলেন জুটি।
মানালির করা সিঁদুরদানের ভিডিওতে ধরা পড়ল অনিন্দিতা আর সুদীপের খুনসুটি। সেই ভিডিওই জ্বলজ্বল করছে মানালির ফেসবুক প্রোফাইলে। সেখানে দেখা গেল, লালে সজ্জিত কনে একটু লজ্জামাখা মুখে। সুদীপ যদিও মস্করা করতে করতেই বিয়ে করছেন। স্ত্রীর কপালে সিঁদুর দিয়েও শান্তি নেই তাঁর। অনিন্দিতার নাকে সিঁদুর না পড়ায় হতাশ সুদীপ স্ত্রীর মাথাও ঝাঁকিয়ে দিলেন! তাও নাকে সিঁদুর পড়ল না। বরের কাণ্ডে হেসে উঠলেন অতিথিরা। সবটাই তোলা রইল মানালির সোশ্যাল মিডিয়া পেজে।
আরও পড়ুন: 'সত্যিই কী জীবনের সব সিদ্ধান্ত নিজেরা নিতে পারি?' প্রজাতন্ত্র দিবসে প্রশ্ন মধুমিতার
বিশেষ দিনের জন্য লাল বেনারসী বেছেছিলেন অনিন্দিতা। কানে ঝুমকো দুল আর গলার চোকারে পরিপূর্ণ তাঁর সাজ। অন্যদিকে অফ হোয়াইট পাঞ্জাবির ওপর লাল জহর কোট পরেছিলেন সুদীপ। অনিন্দিতার পোশাকের সঙ্গে রঙমিলান্তি হল ওই লাল জহরকোটেই। বিয়ের খবর সামনে আসতেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান টলিউডের তারকারা।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সুদীপের সঙ্গে ছবি শেয়ার করে অনিন্দিতা লিখেছেন, 'নতুন কিছু শুরুর যাদু।' সোশ্যাল মিডিয়ায় অনিন্দিতার সঙ্গে অন্য একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সুদীপও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)