Madhumita Sarcar: 'সত্যিই কী জীবনের সব সিদ্ধান্ত নিজেরা নিতে পারি?' প্রজাতন্ত্র দিবসে প্রশ্ন মধুমিতার
সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'উত্তরণ'। সিরিজে তাঁর চরিত্রের নাম পর্ণা। প্রজাতন্ত্র দিবসে সেই পর্ণার সুরেই যেন সমাজের সমস্ত ধারণার দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার।
কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'উত্তরণ'। সিরিজে তাঁর চরিত্রের নাম পর্ণা। প্রজাতন্ত্র দিবসে সেই পর্ণার সুরেই যেন সমাজের সমস্ত ধারণার দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার।
সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নেন মধুমিতা। সেখানে নায়িকার গলায় শোনা গেল কয়েকটি লাইন। স্ক্রিনে ভেসে উঠল সাদায় কালোয় মধুমিতার মুখ। তিনি বলছেন, 'আজ ভারত স্বতন্ত্র হয়েছিল। মানে আমরাও হয়েছিলাম। হয়ত.. নাকি না? সত্যিই কী আমাদের সব সিদ্ধান্ত আমরাই নিই? নাকি এখনও পিছিয়ে পড়তে হয়? নিজেদের ইচ্ছেগুলোর গলা টিপে..সেটা বিদেশে চাকরিই হোক বা শর্ট ড্রেস। রাত অবধি অফিসেই হোক বা সোলো ব্যাকপ্যাকে। সিদ্ধান্তে বদল আসবেই। আমাদের দেশের উত্তরণ তো অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মানসিকতার? হয়তো.. নাকি...'
সমাজের দিকে মধুমিতার তোলা এই প্রশ্নগুলিকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। কমেন্টবক্সে তাঁকে সমর্থনও জানিয়েছেন অনেকে।অনেকে আবার প্রশংসা করেছেন তাঁর বাচনভঙ্গি ও এডিটিং-এর।
আরও পড়ুন: আগামীকাল সাত পাক মৌনীর, শুরু 'শাবাশ মিঠু'-র শ্যুটিং, বিনোদনের সারাদিন
সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজে মধুমিতার নাম পর্ণা। কেমন ছিল এই সিরিজে কাজ করার অভিজ্ঞতা? মধুমিতা বলছেন, 'গোটা কাজের অভিজ্ঞতাটা দারুণ আর ভীষণ আকর্ষণীয়। 'উত্তরণ' একটি মেয়ের জীবনের গল্প। কীভাবে একটি খারাপ ঘটনা তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে সেই গল্পই বলবে নতুন এই ওয়েব সিরিজ। আমার মনে হয়, এই গল্পটা প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগত জীবনেও ছুঁয়ে যাবে। কোথাও না কোথাও নিজেদের জীবনের সঙ্গে এই গল্পের মিল খুঁজে পাবেন মানুষ। আমি এই ধরণের কাজের অংশ হতে পেরে ভীষণ খুশি। আমার চরিত্রটা ভীষণ কঠিন, আত্মবিশ্বাসী একটা চরিত্র যে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আর বিভিন্ন সত্যিগুলোকে পর্দায় তুলে আনবে পর্দার চরিত্রটা। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় থেকে শুরু করে গোটা 'উত্তরণ' টিমের কাছে আমি কৃতজ্ঞ এই গোটা যাত্রাটাকে আমার জন্য এতটা বিশেষ আর মনে রাখার মতো করে তোলার জন্য।'