Anirban Bhattacharya: অভিনয়, গান ছেড়ে অনির্বাণ এবার বৈজ্ঞানিক! পক্ষীরাজের ডিম হাতে গল্প শোনাবেন রূপকথার
Anirban Bhattacharya in New Film: 'পক্ষীরাজের ডিম' ছবিতে শুধু অনির্বাণ ও শ্যামল নয়, গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু

কলকাতা: এই সিনেমার শ্যুটিং হয়েছিল অনেকদিন আগেই। ২০২৩ সালেই জানা গিয়েছিল, ছোটদের এই ছবি আসতে চলেছে খুব শীঘ্রই। তবে ২০২৫ সালে অবশেষে সেই ছবির মুক্তির দিন ঘোষণা হল। সৌকর্ণ ঘোষালের পরিচালনায় আসছে নতুন ছবি, 'পক্ষীরাজের ডিম' (Pokkhirajer Dim)। আজ মুক্তি পেল এই ছবির পোস্টার, আর সেখানে চমক হয়ে রইলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya)। লম্বা চুল, মুখে চুরুট অনির্বাণকে দেখা যাবে একজন বিজ্ঞানীর ভূমিকায়।
এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শ্যামল চক্রবর্তী (Shyamal Chakraborty)। 'পক্ষীরাজের ডিম' ছবিতে শুধু অনির্বাণ ও শ্যামল নয়, গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু। জিও স্টুডিওর সঙ্গে হাত মিলিয়ে এসভিএফ বড়পর্দায় আনতে চলেছে নতুন এই ছবি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন, জ্যোতি দেশপাণ্ড (Jyoti Deshpande), শ্রীকান্ত মোহতা (Shrikant Mohta) ও মহেন্দ্র সোনি (Mahendra Soni)। ঘোঁতন আর পপিনসের চরিত্রকে পর্দায় ফিরিয়ে আনবে এই ছবি। আকাশগুঞ্জ হাই স্কুলের এক অঙ্কের শিক্ষক বটব্যালও এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র। 'পক্ষীরাজের ঘোড়া' ছবিটি ফিরিয়ে আনবে বাংলার রূপকথার গল্পের নস্ট্যালজিয়াকে।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল 'রেনবো জেলি' ছবিটি। সেই ছবিরই দুই চরিত্র ঘোঁতন আর পপিনস ফিরছে বড়পর্দায়। আকাশগুঞ্জ হাই স্কুলের অঙ্কের শিক্ষক বটব্যালের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টচার্য্যকে। তাঁরই বাড়িতে থাকেন শ্যামলের চরিত্রও। হঠাৎ একদিন ঘোঁতন পেয়ে যায় একটা পক্ষীরাজের ডিম। তারপর? সেই ডিমকে কীভাবে যে রক্ষা করবে সবরকম বাধা বিপত্তি থেকে, সেই নিয়েই এগিয়ে যাবে ছবির গল্প। গোয়েন্দা ও রহস্য গল্পের যুগে, এক্কেবারে রূপকথার জগতে ফিরিয়ে নিয়ে যাবে ছোটদের ছবি। এই ছবিটি মুক্তি পাবে ১৩ জুন। ছোটদের গরমের ছুটির কথা মাথায় রেখেই মুক্তি পাবে ছোটদের এই ছবি।
এর আগে, সদ্যই মুক্তি পেয়েছে অনির্বাণের নতুন ওয়েব সিরিজ 'ভোগ'। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজ মুক্তি পেয়েছে 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্ণো মিত্র। ইতিমধ্যেই অনেকেই দেখে ফেলেছে এই ওয়েব সিরিজ। প্রতিক্রিয়াও এসেছে মিশ্র। অন্যদিকে সদ্যই একটি গানের দল তৈরি করেছেন অনির্বাণ ও তাঁর বন্ধুরা।
View this post on Instagram






















