Anirban Bhattacharya: 'মেলার গান'-এর পরে 'পূজার গান', 'হুলিগানিজম'-এর নতুন মিউজিক ভিডিও নিয়ে এলেন অনির্বাণ, দেবরাজ, শুভদীপরা
Hooligaanism: এই গানের কথা লিখেছেন, অনির্বাণ ভট্টাচার্য, শুভদীপ গুহ ও গোপীনাথ মুর্মু

কলকাতা: তাঁদের গানে যেন মিশে থাকে মাটির গন্ধ। তবে তাঁদের মুক্তি পাওয়া নতুন গান যেন আরও বেশি মাটির কাছাকাছি, আরও বেশি মাটির গল্প বলে। পুরুলিয়ার প্রেক্ষাপটে শ্যুটিং হওয়া এই গান যেন সমাজেরই একটা ছবিকে তুলে ধরে। তবে সেই ছবিতে মিশে থাকে, দুর্গাপুজোর গন্ধ। দুর্গাপুজোর আগেই মুক্তি পেল 'হুলিগানিজম' ব্যান্ডের নতুন গান, 'পুজোর গান'। 'হেই মা দুর্গা ইদিক আয়'। গোটা গানটিরই শ্যুটিং হয়েছে গ্রাম বাংলার প্রেক্ষাপটে। রয়েছে ছৌ-নাচ, সাঁওতালি নাচ বা রণপা নিয়ে হাঁটার মতো একাধিক সংস্কৃতির টুকরো, টুকরো ছবি ও।
'হুলিগানিজম'-এর গানের দলে রয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য, দেবরাজ ভট্টাচার্য, শুভদীপ গুহ, সুশ্রুত গোস্বামী, প্রীতম দেব সরকার, প্রীতম দাস, সোমেশ্বর ভট্টাচার্য, নীলাংশুক দত্ত ও কৃষানু ঘোষ। এর আগে, তাঁদের ব্যান্ডের প্রথম গান, 'মেলার গান' চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিল। সেই গানেও তুলে ধরা হয়েছিল একটা জীবনের ছবি। আমরা ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে যে বাঁচতে ভুলে যাচ্ছি, সেই কথাই উঠে এসেছিল 'মেলার গান'-এ। ব্যতিক্রম নয় এই গানও। 'মোদের চারপাশেতে অনেক অসুর... ধরছে টিপে গলার নলি'.. মতো লেখনীতে অনির্বাণরা ফের একবার যেন বুঝিয়ে দিলেন, তাঁরা জীবনের কথাই বলতে চান।
এই গানের কথা লিখেছেন, অনির্বাণ ভট্টাচার্য, শুভদীপ গুহ ও গোপীনাথ মুর্মু। গানটি গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, দেবরাজ ভট্টাচার্য ও শুভদীপ গুহ। গানে মূলত ৩টি ভাষার ব্যবহার হয়েছে। গোটা গানেই তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার বিভিন্ন টুকরো টুকরো জিনিস। এক কিশোরী মেয়েকে তুলে ধরা হয়েছে নারীশক্তি হিসেবে। মা দুর্গা হিসেবে। দেবতা যে লুকিয়ে থাকেন মানুষের মধ্যেই, সেই বার্তাই যেন দিয়েছে অনির্বাণদের নতুন গান।
প্রসঙ্গত, সদ্যই আরও একটি ঘটনায় শিরোনামে এসেছিল 'হুলিগানিজম'। সদ্য হয়ে যাওয়া একটি মঞ্চানুষ্ঠানে একটি গানের মধ্যে অনির্বাণরা টেনে এনেছিলেন রাজনৈতিক প্রসঙ্গ। সেখানে তাঁরা কুণাল ঘোষ, দিলীপ ঘোষ আর শতরূপ ঘোষের নাম উল্লেখ করেছিলেন। সেই নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। এখানেই শেষ নয়, অনির্বাণ তাঁর গানের মধ্যে সনাতন ধর্মকে অপমান করেছেন বলে তাঁর নামে মামলা ও দায়ের হয়।
পুজোর আগে 'হুলিগানিজম'-এর নতুন গান দর্শকদের কাছে অবশ্যই পুজোর উপহার। তবে এই গান এবার 'মেলার গান'-এর মতো 'ভাইরাল' হয় কি না... সেই উত্তর দেবে সময়।






















