Anirban Bhattacharyya Exclusive: শাহরুখের প্রশংসা, রানির সঙ্গে প্রথম আলাপ, বলিউড সফর নিয়ে অকপট অনির্বাণ
Actor Anirban Bhattacharyya Exclusive: 'পাঠান' প্রসঙ্গে কথা বলতে গিয়ে যে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর প্রশংসায় পঞ্চমুখ অনির্বাণ, তাঁর ট্যুইটের পাতায় এখন ঝলমল করছে অনির্বাণের নাম
কলকাতা: আগামীকাল থেকে শ্যুটিং শুরু। আগের দিনের মহড়ায় গোটা বিষয়টা বুঝে নেওয়ার, দেখে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। একটা নতুন ইউনিট, সেখানে কিছু মানুষ নরওয়ের, কেউ বা স্পেনের আবার কেউ বা হিন্দিভাষী। আর তারমধ্যেই নিজেই এগিয়ে এসে স্পষ্ট বাংলায় আলাপ করে নিলেন ছবির নায়িকা স্বয়ং। রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)। যেন কতদিনের চেনা। কিন্তু ফ্লোর জুড়ে তারকাদ্যুতি নয়, সবাই মেতে থাকতেন দুই খুদেকে নিয়ে। ইউভান ও ইরহা। যাদের ঘিরে এই ছবির গল্প। কেমন ছিল এস্তোনিয়ার 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway)-র শ্যুটিং ডায়েরি? টুকরো টুকরো সেই ছবি এবিপি লাইভে তুলে ধরলেন পর্দার মিস্টার চ্যাটার্জী ওরফে অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)।
বিভিন্ন অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন, পরিচালনা করেছেন.. কিন্তু এই প্রথম সেটে দুই খুদের সঙ্গে কাজ করলেন অনির্বাণ। সেই অভিজ্ঞতার কথা জানতে চাইতেই একটু হেসে অভিনেতার উত্তর, 'ফ্লোরে দুটো বাচ্চা থাকলে গোটা ব্যাপারটাই যেন অন্যরকম হয়ে যায়। যে শুভের ভূমিকায় অভিনয় করেছে, তার নাম ইউভান। একটু বয়সে বড় তাই গোটা ফ্লোরে লাফিলে ঝাঁপিয়ে খেলা করত ও। ভয়ঙ্কর ছটফটে আর ভীষণ মিষ্টি। আর পর্দার সূচীর আসল নাম ইরহা। মাত্র কয়েকমাস বয়স ওর। আমাদের সবার কোলে কোলেই সময় কাটত। ৮৬ দিন টানা শ্যুটিং, অতটা সময় একসঙ্গে কাটানো, আমার আর রানির সঙ্গে ভীষণ ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল ওদের। প্রথম প্রথম ইরহাকে কোলে নিতে একটু ভয়ই পেতাম আমি.. এত্ত ছোট ও। দুই খুদেরই মা ছিল শ্যুটিং ফ্লোরে সারাক্ষণ। খুদেদের সঙ্গে শ্যুটিং করা একটু কঠিন বটে, তবে ওরা ফ্লোরটাকে একেবারে অন্যরকম করে রাখত। কখনও ওরা কাঁদছে.. বুঝতে পারছে না শ্যুটিং চলছে। ইরহা আমায় ভীষণ চিনে ফেলেছিল। ইরহার মা বলতেন, ও নাকি আমায় নিজের লোক বলে মনে করতে শুরু করেছিল। আমি এর আগে কখনও এমন খুদেদের সঙ্গে শ্যুটিং করেনি। এটা আমারও প্রথম অভিজ্ঞতা। সব মিলিয়ে 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' আমার কাছে একটা চমৎকার, দুর্দান্ত অভিজ্ঞতা.. একটা উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে।'
আরও পড়ুন: Anirban Bhattacharyya Exclusive: ইউরোপের মাটিতে বাংলা বলার একমাত্র সঙ্গী ছিলেন রানি: অনির্বাণ
'পাঠান' প্রসঙ্গে কথা বলতে গিয়ে যে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর প্রশংসায় পঞ্চমুখ অনির্বাণ, তাঁর ট্যুইটের পাতায় এখন ঝলমল করছে অনির্বাণের নাম। 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' -র প্রশংসা করতে গিয়ে রানির পাশাপাশি শাহরুখ আলাদাভাবে উল্লেখ করেছেন অনির্বাণ আর সৌম্য মুখোপাধ্যায়ের নাম। অনির্বাণ বলছেন, 'শাহরুখ খানের প্রশংসা আমার কাছে স্বপ্নের মতো। ভাবলে অবাক লাগে.. মনে হয় এটা কোনও প্যারালাল ইউনিভার্সে ঘটছে হয়তো। আমার খুব ভাল লেগেছে উনি সৌম্যর কথাও লিখেছেন। তুলনামূলকভাবে ছোট চরিত্রে অভিনয় করলেও ওর চরিত্রটা যথেষ্ট শক্তিশালী। ওর জন্য ভীষণ খুশি আমি। জিম, সৌম্য, আমার আর বালাজী গৌরীর নাম লিখে লেখা আছে.. অল সাইন (All Shine)। এটা ভীষণ তৃপ্তিদায়ক। যদি কখনও ভবিষ্যতে ওঁর সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়, আমি কাঁপা গলায়, কাঁপা হাতে থ্যাঙ্ক ইউ জানাব।'
এ তো গেল তারকাদের প্রশংসার কথা। আর বন্ধুবৃত্তে, প্রিয়জনেদের থেকে কী প্রতিক্রিয়া পেলেন পর্দার মিস্টার চ্যাটার্জী? অনির্বাণ বলছেন, 'সবচেয়ে ভাল লাগছে.. বলিউডে প্রথম ছবি, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ এই ভাললাগার বিষয়গুলো সরিয়ে অনেকে আমার অভিনয় নিয়ে কথা বলেছেন। চরিত্রকে আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি বা ছবি শেষের পরে আমার চরিত্রটার ওপর দর্শকদের ঠিক কতটা রাগ বা বিরক্তি থাকছে সেটা মানুষ বিশ্লেষণ করলে ভাল লাগছে। অভিনয়ের কারণ রীতিমতো শিক্ষকের কাছ থেকে নরওয়েজিয়ান শিখতে হয়েছিল আমায় আর জিমকে। চরিত্রকে জীবন্ত করে তোলাই তো অভিনেতাদের কাজ।'