Top Social Post: বাংলা গানের আসরের সঞ্চালনায় অনির্বাণ, কেরিয়ারে ১৮ বছর পার রুক্মিণীর, দেখে নিন আজকের সোশ্যালের সেরা খবরগুলি
Top Social Post Today: সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সেরা সোশ্যাল পোস্টগুলি
কলকাতা: বড়পর্দায়, ক্যামেরার সামনে-পিছনে তিনি অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেও তাঁর শিকড় রয়েছে থিয়েটারের মঞ্চে। আর সেখান থেকেই শুরু গানের প্রতি ভালবাসার। এরপরে অবশ্য তিনি প্লেব্যাক করেছেন একাধিক.. দর্শক আরও বেশি করে পরিচিত হয়েছেন তাঁর গানের সঙ্গে। এমনকি মঞ্চে শো করেছেন একাধিক, দর্শকদের মাতিয়ে রেখেছেন। তবে একটা গোটা শো-এর পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য। অন্যদিকে, পায়ে পায়ে তিনি ইন্ডাস্ট্রিতে পার করে এসেছেন অনেকগুলো বছর। আজ.. পায়ে পায়ে ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন ১৮ বছর। তাঁর কেরিয়ার শুরু মডেলিংয়ের হাত ধরে। আজই, প্রথম মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রথম সেই ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সেরা সোশ্যাল পোস্টগুলি
১৮ বছর আগে আজই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন.. টলিউডে এই নায়িকাকে চেনা যায়?
পায়ে পায়ে তিনি ইন্ডাস্ট্রিতে পার করে এসেছেন অনেকগুলো বছর। আজ.. পায়ে পায়ে ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন ১৮ বছর। তাঁর কেরিয়ার শুরু মডেলিংয়ের হাত ধরে। আজই, প্রথম মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রথম সেই ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবি 'টেক্কা' (Tekka)-র ছবি শেয়ার করে নিয়েছেন রুক্মিণী মৈত্র। আর আজ, সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। একটি রঙিন ও একটি সাদায়-কালোয়। যখন প্রথম মডেলিংয়ের হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন তিনি, যখন তিনি স্কুলপড়ুয়া। বয়স ছিল মাত্র ১৫ বছর। আর, প্রাপ্তবয়স্ক হল তাঁর কেরিয়ারের বয়স। রুক্মিণী সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে লিখেছেন, '২০০৬ সালের ৯ ফেব্রুয়ারি, ১৮ বছর আগে এই দিনটাতেই আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম মডেল হিসেবে। মডেলিং দিয়েই কেরিয়ারের শুরু করেছিলাম। কী অদ্ভুত একটা সফর ছিল। এত বছরে আমি যাঁদের যাঁদের সংস্পর্শে এসেছি, যাঁরা আমায় সমর্থন করেছেন, পাশে দাঁড়িয়েছেন, ভালবেসেছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।'
View this post on Instagram
পর্দায় নয়, এবার মঞ্চে গান শোনানোর পরিকল্পনা অনির্বাণের, বিনামূল্যে দেখতে পারেন আপনিও!
বড়পর্দায়, ক্যামেরার সামনে-পিছনে তিনি অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেও তাঁর শিকড় রয়েছে থিয়েটারের মঞ্চে। আর সেখান থেকেই শুরু গানের প্রতি ভালবাসার। এরপরে অবশ্য তিনি প্লেব্যাক করেছেন একাধিক.. দর্শক আরও বেশি করে পরিচিত হয়েছেন তাঁর গানের সঙ্গে। এমনকি মঞ্চে শো করেছেন একাধিক, দর্শকদের মাতিয়ে রেখেছেন। তবে একটা গোটা শো-এর পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। তবে কলকাতায় নয়, এই অনুষ্ঠান হবে বোলপুরে। আগামীকাল অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৪ -এ। অনির্বাণ ইতিমধ্যেই পরিচালক হিসেবেও যথেষ্ট ভালবাসা পেয়েছেন দর্শকদের। আর তাঁকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও বেড়েছে। আর এবার, বোলপুরে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন অনির্বাণ। তবে তিনি একা নন, এই অনুষ্ঠানের যাবতীয় আয়োজনের দায়িত্বে রয়েছে এসভিএফ মিউজিক (SVF Music)। অনির্বাণ সবসময়েই নতুন শিল্পীদের সঙ্গে কাজ করায় বিশ্বাসী। তাঁর ওয়েব সিরিজ থেকে শুরু করে ছবি.. সব জায়গাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়েছেন নতুন অভিনেতা অভিনেত্রীদের। এই শোতেও অনির্বাণ সামিল করেছেন একধাঁক নতুন প্রজন্মের শিল্পীদের। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন, দেবায়ন বন্দ্যোপাধ্যায়, মানিক ভট্টাচার্য্য, মানিক মজুমদার, অনীশ আহমেদ, প্রলয় সরকার, বুলেট, আকিব হায়াত, স্নেহালীনা ও সাম্য, ব্যান্ড কায়া ও পরিধি। আগামীকাল বিকেল ৫টা থেকে বোলপুর বাস স্ট্যান্ড, প্রভাত সরণী, জামবুনিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে কোনও সাধারণ মানুষই হাজির থাকতে পারেন অনুষ্ঠানে। কোনও প্রবেশমূল্য রাখা হয়নি এসভিএফের তরফ থেকে। গানের এই অনুষ্ঠানের সামগ্রিক দায়িত্ব রয়েছে অনির্বাণের কাঁধে, সঞ্চালনাও করবেন তিনিই। গানের সঙ্গে যাঁর যোগ গভীর... বিভিন্ন স্বাদের গানেই এই অনুষ্ঠান তাঁর উপস্থিতিতে এক অন্য মাত্রা পাবে বলেই আশা আয়োজকদের। এসভিএফ মিউজিককে পশ্চিমবঙ্গের কোণায় কোণায় পৌঁছে দেওয়ার উদ্দেশেই এই শো-এর আয়োজন করা হয়েছে বোলপুরে।
View this post on Instagram
আরও পড়ুন: Devlina Kumar: দুপুরের মেনুতে রোজ মাটন-ভাত, তবুও কোন মন্ত্রে ওজন ঝরিয়ে এত ফিট দেবলীনা?