Ankush Hazra: আলাদা হয়ে গেলেন অঙ্কুশ, করলেন বড় ঘোষণা
Tollywood Celebrity Updates: নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আলাদা' হয়ে যাওয়ার কথা জানালেন। অঙ্কুশের ঘোষণায় পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুরাগীরা।
কলকাতা: নেট দুনিয়ায় বড় ঘোষণা করলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আলাদা' হয়ে যাওয়ার কথা জানালেন। অঙ্কুশের ঘোষণায় পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুরাগীরা।
'মির্জা' নিয়ে বড় ঘোষণা অঙ্কুশ হাজরার-
চলতি বছরই নতুন ছবি 'মির্জা'র (Mirza) ঘোষণা করেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। জানিয়েছিলেন আগামী বছর অর্থাৎ ২০২৩-এর ইদে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবিতে শুধু অভিনয়ই করেননি অঙ্কুশ। তিনি এই ছবির নিবেদকও। শুরু করেছেন তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা 'অঙ্কুশ মোশন পিকচার্স'। তাঁর সংস্থা ও 'নেক্সজেন ভেঞ্চার্স'-এর যৌথ প্রযোজনায় আসার কথা ছিল এই ছবির। কিন্তু শনিবার বড় ঘোষণা করলেন অঙ্কুশ। এদিন অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশে এই বিশেষ ঘোষণা, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড-এর মধ্যে কিছু অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স, নেক্সজেন ভেঞ্চার্সের সাথে আলাদা হওয়ার এবং ভবিষ্যতে কোনওভাবেই একত্রিত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'
আরও পড়ুন - Subhashree Gamguly: শীত পড়তেই ছেলেকে সঙ্গে নিয়ে কোথায় চললেন শুভশ্রী? দেখুন ভিডিও
অঙ্কুশ আরও লিখছেন, 'যে সমস্ত প্রোজেক্ট অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স-এর ব্যানারে রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো সময়ের সাথে মুক্তি পাবে অবশ্যই। কিন্তু 'মির্জা', যে ছবিটি ইদ ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা ছিল, সেটির মুক্তি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'মির্জা'কে আরও বড় এবং ভালো করার উদ্দেশে বেশ কিছি পরিবর্তনও আমরা করতে চলেছি। তাছাড়াও সমস্ত শিল্পী এবং টেকনিশিয়ান বন্ধুদের তারিখ মাথায় রেখে শ্যুটিং শেষ করতেও একটি দীর্ঘ সময় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের সেই সকল সিনেমাপ্রেমী দর্শকদের কাছে অনুরোধ যারা 'মির্জা'কে এত ভালোবাসা দিয়েছো, মাত্র কিছুটা সময়ের অপেক্ষা আমরা শীঘ্রই ফিরব। আমাদের সমস্ত সিদ্ধান্তই 'মির্জা' এবং আপনাদের প্রত্যেকের মধ্যে যাতে একটি অসাধারণ সিনেমা এক্সপিরিয়েন্স হয়, সেই পক্ষেই। অতএব, কেউ হতাশ হবেন না। 'মির্জা' আসবে, আসবেই। ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলের প্রতি।'
">