Subhashree Gamguly: শীত পড়তেই ছেলেকে সঙ্গে নিয়ে কোথায় চললেন শুভশ্রী? দেখুন ভিডিও
Tollywood Celebrity Updates: সকাল সকাল দেখা গেল টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে কোথায় চললেন অভিনেত্রী?
কলকাতা: শীতকাল পড়ে গিয়েছে। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই এখন শীতকাল উপভোগের মেজাজে। আর শীতকাল মানেই তো পিকনিক থেকে নানা জায়গায় বেড়াতে যাওয়া। তারকারাও তা থেকে বাদ যান না। তেমনই দেখা গেল টলিউড (Tollywood) অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)। ছেলে ইউভানকে (Yuvaan) সঙ্গে নিয়ে কোথায় চললেন অভিনেত্রী?
শীতের সকালে কোথায় চললেন শুভশ্রী?
এদিন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে সকাল সকাল গাড়ি করে ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে চলেছেন তিনি। তাঁর কথায় জানা যাচ্ছে, ইউভানকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে যাচ্ছেন অভিনেত্রী। এরপর তাঁর ভিডিওতে একে একে উঠে আসে গন্ডার, বাঘ, হাতি, কুমিরের ছবি। দেখা যায় ইউভানকে সঙ্গে নিয়ে পিকনিকের মেজাজে রয়েছেন তিনি। একে একে পশুপাখীদের সঙ্গে ইউভানের পরিচয় করিয়ে দিতে থাকেন শুভশ্রী। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
">
আরও পড়ুন - Nusrat Jahan: শুধুই ওয়েস্টার্ন নয়, শাড়ি লুকেও কতটা আকর্ষণীয় নুসরত? দেখুন খালি ছবিগুলো
">