Ankush Hazra: 'আমার আহত হওয়ায় যারা খুশি...', সোশ্যাল পোস্টে কীসের ইঙ্গিত অঙ্কুশের?
Ankush Hazra Update: অঙ্কুশ হাজরার আহত হওয়ার খবরে নাকি কেউ বা কারা খুশি হয়েছে? টলিপাড়ায় কোনও বিরোধিতার ইঙ্গিত? কী লিখলেন অঙ্কুশ নিজের পোস্টে?
কলকাতা: নতুন বছরের শুরুটা করেছেন পায়ে চোট নিয়ে (New Year 2024)। এবার সেই আহত হওয়া নিয়েই ফের একটি পোস্ট অঙ্কুশ হাজরার (Ankush Hazra Post)। তাঁর আহত হওয়ার খবরে নাকি কেউ বা কারা খুশি হয়েছে? টলিপাড়ায় কোনও বিরোধিতার ইঙ্গিত? কী লিখলেন অঙ্কুশ নিজের পোস্টে?
অঙ্কুশের নতুন পোস্টে কীসের ইঙ্গিত?
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সোমবারই একটি পোস্ট করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। দিন কয়েক আগেই অভিনেতা পোস্ট করেন যে তাঁর আগামী ছবি 'মির্জা'র অ্যাকশন দৃশ্যের শ্যুটিং শুরু করেছেন। আর সেখানেই ফ্লোরেই আহত হন অভিনেতা। পোস্ট করা ছবিতে তাঁর পায়ে চোট স্পষ্ট। তার একদিন পরেই এবার নতুন পোস্ট অভিনেতার।
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি চায়ের ভাঁড় হাতে ছবি পোস্ট করেন অভিনেতা। দেখে মনে হচ্ছে তাঁর আগামী ছবি 'মির্জা'র লুক। পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার আহত হওয়ায় যারা খুশি তারা জানে না জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেকটা গরম কফি খাওয়ার মত। একটা হালকা ফু-ই যথেষ্ট সেটাকে ঠান্ডা করে গিলে নেওয়ার জন্য।' কাকে বা কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করলেন অভিনেতা? এরপরেই অবশ্য তিনি লেখেন, 'এটা মির্জা না অঙ্কুশের বক্তব্য সেটা বেশি গভীরে আর জানতে যাবেন না।'
সত্যিই কোনও বিরোধিতা নাকি নিছকই আগামী ছবির প্রচারের একটা অংশ? ক্যাপশনের শেষে হাসির ইমোজি দেখে অবশ্য মনে হতে পারে যে নেহাতই অঙ্কুশের মুখ দিয়ে এই কথা বলছে পর্দার 'মির্জা'। তাঁর পোস্টে অবশ্য অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।
View this post on Instagram
বহু প্রতীক্ষার পর অবশেষে কাজ এগোচ্ছে অঙ্কুশ হাজরা প্রযোজিত ও অভিনীত ছবি 'মির্জা'র। গত বছর, মহালয়ার পুণ্য লগ্নে, ভোরবেলাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মির্জা' (Mirza) ছবির টিজার শেয়ার করেন অভিনেতা। আদ্যন্ত অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি তা টিজারেই স্পষ্ট বোঝা যায়। সুমিত ও সাহিল পরিচালিত 'মির্জা' আসবে এই বছর অর্থাৎ ২০২৪ সালে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।