'Mirza' Hall Reaction: 'আমার মারপিট দেখতে দারুণ লাগে', অঙ্কুশের কাছে 'মির্জা'র দ্বিতীয় ভাগ বানানোর আবদার দর্শকের
Ankush Hazra: সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন অঙ্কুশ। শহরের এক মাল্টিপ্লেক্সে সিনেমার ইন্টারভ্যালে হাজির হয় টিম 'মির্জা'। অঙ্কুশকে দেখে উচ্ছ্বসিত একদল মধ্যবয়স্কা মহিলা। চলল ফটোসেশন।
কলকাতা: ইদে (Eid 2024) মুক্তি পেয়েছে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) প্রযোজিত, অঙ্কুশ ও ঐন্দ্রিলা (Oindrila Sen) অভিনীত ছবি 'মির্জা' (Mirza)। বাংলা সিনে দুনিয়ায় 'কমার্শিয়াল ছবি'কে (Mass Commercial Movie) ফিরিয়ে আনার উদ্দেশ্য নিয়ে এই ছবি তৈরি করেছেন অভিনেতা, তা বলেছেন বারবার। কেমন মিলছে দর্শকদের থেকে সাড়া? হঠাৎই মাল্টিপ্লেক্সে হাজির হয়ে সচক্ষে শুনে এলেন তাঁদের প্রতিক্রিয়া। প্রযোজক-অভিনেতা অঙ্কুশ হাজরা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তেমনই একটি ভিডিও। ধন্যবাদ জানালেন দর্শককে।
অঙ্কুশের 'মির্জা' দেখে কী প্রতিক্রিয়া দর্শকের?
শেষ মুহূর্তে একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল মুক্তির তারিখ। ১০ এপ্রিলের বদলে অবশেষে বড়পর্দায়, সাধারণ মানুষের জন্য মির্জা হাজির হয় ১১ এপ্রিল। ইদের পবিত্র চাঁদের সঙ্গে প্রেক্ষাগৃহে উঁকি দেয় মির্জা ও মুসকানের গল্প। ট্রেলার, টিজার বা গানেই ঝলক মিলেছিল, এছাড়া বারবার একাধিক প্রচারে গিয়ে অভিনেতা নিজেই জানান, যে এই ছবি হতে চলেছে 'মাস কমার্শিয়াল' যেখানে প্রেম, হিংসা, মারপিট সবকিছুরই থাকবে সঠিক মিশ্রণ। তাঁর এই চেষ্টাকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়ায় টলিউডের একটা বড় অংশ। তাঁর ছবির ট্রেলার একসঙ্গে মুক্তি পায় একগুচ্ছ প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়ায়। তাদের মধ্যে ছিল দেবের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স', ছিল জিতের সংস্থা 'গ্রাসরুট এন্টারটেনমেন্ট'ও। আর ছবি মুক্তির পর কী প্রতিক্রিয়া দর্শকের?
কখনও জেলার নানা হলে, কখনও কলকাতার বিভিন্ন হলে, মুক্তির পর বিভিন্ন স্থানে গিয়েছে 'মির্জা'র টিম। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন অঙ্কুশ। শহরের এক মাল্টিপ্লেক্সে সিনেমার ইন্টারভ্যালে হাজির হয় টিম 'মির্জা'। অঙ্কুশকে দেখে উচ্ছ্বসিত একদল মধ্যবয়স্কা মহিলা। সিনেমার মাঝপথেই রিভিউ দিতে হবে নাকি, পুরো সিনেমা দেখে? অভিনেতাকে দেখে সরাসরি প্রশ্ন এক দর্শকের। তারপরেই ছবির আবদার। হাসিমুখে সমস্ত আবদার মেটান অঙ্কুশ। অবশ্যই পাশে ছিলেন ঐন্দ্রিলা। এই আবদার, আদর যে তাঁরা প্রাণ ভরে উপভোগ করছিলেন তা চোখেমুখেই স্পষ্ট।
View this post on Instagram
এদিন ভিডিও পোস্ট করে অঙ্কুশ লেখেন, 'কাল গিয়েছিলাম আইনক্স সাউথ সিটিতে দর্শক বন্ধুদের সঙ্গে দেখা করতে। প্রথমত একটা 'মাস কমার্শিয়াল সিনেমার' জন্য মাল্টিপ্লেক্স হাউজফুল দেখেও ভাল লাগে। কিন্তু আরও ভাল লাগার বিষয়টা হল ১৮ থেকে ৮০ সবরকম দর্শক পেলাম সেইদিন। বড়দের কাছ থেকে অনেক আশীর্বাদ পেলাম। একজন প্রায় ৬৫ বছরের মহিলা বললেন 'আমার মারপিট দেখতে হেব্বি লাগে তোমরা এই ধরনের ছবি আর বানাওনা কেন বলো তো?' পার্ট ২ বানানোর অনুরোধটিও রাখলেন। এইটুকুই বলার আপনারা এইভাবে পাশে থাকলে আমরা লড়ে যাওয়ার সাহস পাব। আজ অর্ধেক বিলুপ্ত হয়ে যাওয়া একটি ঘরানাকে বাংলায় ফিরিয়ে আনার আমাদের এই চেষ্টাকে সমর্থন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ঘরে কত কোটি টাকা ঢুকবে সেই মানসিকতা নিয়ে 'মির্জা' বানাইনি, বানিয়েছিলাম বাংলা কমার্শিয়াল সিনেমার প্রতি মানুষের ভরসা ফিরিয়ে আনার জন্য। গর্ব করে বলতে পারি আমরা সফল। কি তাই তো?'
আরও পড়ুন: Salman Khan House Firing: সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার ২
অঙ্কুশের এই ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শোয়েব কবীর প্রমুখ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।