Antarjal: রহস্য গল্পেও প্রেমের ছোঁয়া, 'অন্তর্জাল'-এর শ্যুটিংয়ের অন্দরের ছবি
Film Antarjal: রিয়েল লাইফ এই দুই নায়ক নায়িকা পর্দায় থাকবেন আর সেখানে বিন্দুমাত্র প্রেমের ছোঁয়া থাকবে না তাও কি হয়?
![Antarjal: রহস্য গল্পেও প্রেমের ছোঁয়া, 'অন্তর্জাল'-এর শ্যুটিংয়ের অন্দরের ছবি Antarjal: Antarjaal going to be released on 29 July, see shooting photos Antarjal: রহস্য গল্পেও প্রেমের ছোঁয়া, 'অন্তর্জাল'-এর শ্যুটিংয়ের অন্দরের ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/11/302e6d86abe7c65533428602fd857c411657544492_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শেষ হল বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) অভিনীত 'অন্তর্জাল' ছবির শ্যুটিং। প্রার্জুন মজুমদারের নতুন ছবি ‘অন্তর্জাল’-এর (Antarjaal) ফার্স্ট লুক প্রকাশ পেয়েছিল সদ্যই। আর এবার প্রকাশ্যে এল শ্যুটিং ফ্লোরের অন্দরের ছবি।
প্রার্জুনের এই ছবি অবশ্য প্রেমের গল্প নয়, বরং পোস্টারে ভয় ধরাচ্ছিল দুজনের লুকই। মুক্তি পাওয়া পোস্টারে আধো অন্ধকারে দেখা যাচ্ছিল বনিকে। আর ছুরির ফলায় ছিল কৌশানির মুখ। তবে রিয়েল লাইফ এই দুই নায়ক নায়িকা পর্দায় থাকবেন আর সেখানে বিন্দুমাত্র প্রেমের ছোঁয়া থাকবে না তাও কি হয়? শ্যুটিংয়ের ছবিতে দেখা গেল, কৌশানীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন বনি। একটি বিবাহের দৃশ্যের শ্যুটিং এটি।
আরও পড়ুন: Film Update: টলিউড থেকে বলিউড, সপ্তাহের শেষেই মুক্তি পাচ্ছে এই চারটি ছবি, দেখুন একঝলকে
পর্দায় কৌশানীর নাম লহরী, পেশায় লেখক। ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন বনি ও কৌশানি। বনির চরিত্রের নাম অপূর্ব সেনগুপ্ত। নারীকেন্দ্রিক এই ছবি থ্রিলারধর্মী। তবে তার সঙ্গে অন্যান্য গল্পের বিষয়বস্তু রয়েছে বলেও জানা যাচ্ছে।
ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২৯ জুলাই। নতুন পোস্টারেই ঘোষণা করা হয়েছে মুক্তির দিন। তবে গল্পের আঁচ পেতে গেলে অপেক্ষা করতে হবে ট্রেলারের জন্য।
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)