Anupam Kher: নিজের ছবি 'উঁচাই'-এর টিকিট নিজেই কিনতে পারলেন না অনুপম খের!
Uunchai: শনিবার মুম্বইয়ের কোনও একটি প্রেক্ষাগৃহ থেকে নিজের অভিনীত ছবি 'উঁচাই'য়ের টিকিট কাটতে যান। আর সেখান থেকে তিনি টিকিট কাটতে পারলেন না!
মুম্বই: শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক সুরজ বরজাতিয়ার বহু প্রতীক্ষিত ছবি 'উঁচাই' (Uunchai)। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), অনুপম খের (Anupam Kher), বোমান ইরানি (Boman Irani), ড্যানি, পরিণীতি চোপড়া, শারিকার মতো তারকারা। কিন্তু এ কী কাণ্ড! নিজের ছবির টিকিট নিজেই কিনতে পারলেন না বলিউড অভিনেতা অনুপম খের! শনিবার মুম্বইয়ের কোনও একটি প্রেক্ষাগৃহ থেকে নিজের অভিনীত ছবি 'উঁচাই'য়ের টিকিট কাটতে যান। আর সেখান থেকে তিনি টিকিট কাটতে পারলেন না! গোটা ঘটনা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন তিনি। কী কারণে এমন হল তাঁর সঙ্গে?
কেন নিজের ছবির টিকিট কাটতে পারলেন না অনুপম খের?
সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেতা অনুপম খের। যেখানে দেখা যাচ্ছে, নিজের অভিনীত ছবি 'উঁচাই' দেখতে মুম্বইয়ের কোনও একটি প্রেক্ষাগৃহে গিয়েছেন তিনি। প্রেক্ষাগৃহের টিকিট কাউ্টার থেকে তিনি ছবির টিকিট কাটতে যান। এবং, সেখান থেকে সটান জানিয়ে দেওয়া হয় যে, টিকিট নেই। সমস্ত শো হাউজফুল। অভিনেতা তখন টিকিট কাউন্টারের ব্যক্তিকে কোনওভাবে একটি টিকিট যোগাড় করে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু ওই ব্যক্তি জানিয়ে দেন যে, তা সম্ভব নয়। ভিডিওতে অনুপম খেরকে বলতে শোনা যায়, 'আমাকে টিকিট দিল না। আমি এই ছবিতে অভিনয় করেছি। একটা মাত্র টিকিট তো চেয়েছি। আরে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখতে পারি।' এরপরই অভিনেতাকে দেখা যায় হাসি মুখে ছবির পরিচালক সুরজ বরজাতিয়ার সঙ্গে এসে কথা বলতে। সমস্ত শো হাউজফুল চলছে, এটা পরিচালককে বলেন অনুপম। আর তারপর দুজনের মুখে তৃপ্তির হাসি দেখা যায়। ভিডিও পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'আমি টিকিট পেলাম না 'উঁচাই' দেখতে এসে। প্রথমবার ব্যর্থতার মধ্যে সাফল্য দেখলাম। আমি খুব খুব খুশি। মনে হচ্ছে পাগল হয়ে যাব। যেকোনও কিছুই হতে পারে। হাঃ হাঃ।'
मुझे “ऊँचाई” फ़िल्म का टिकट नहीं मिला! पहली बार असफलता में सफलता दिखी! मैं कहीं ख़ुशी के मारे पागल ना हो जाऊँ।कुछ भी हो सकता है! हा हा हा! जय हो! 😂😂😂😂 ##SoorajBarjatya #Uunchai #Housefull #NoTickets pic.twitter.com/GTCoIfxpZQ
— Anupam Kher (@AnupamPKher) November 12, 2022">
আরও পড়ুন - Rakesh Kumar Demise: মারণ রোগের সঙ্গে লড়াই শেষ! প্রয়াত বলিউডের নামী পরিচালক
প্রসঙ্গত, মুক্তি পাওয়ার পর থেকে দর্শকদের কাছে প্রশংসিত হচ্ছে 'উঁচাই'। ছবিতে বলিউডের একঝাঁক তাবড় তারকা রয়েছেন। সমালোচকদের কাছ থেকেও প্রশংসিত হয়েছে এই ছবি। বক্স অফিসেও সাফল্য আসতে শুরু করেছে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, শুক্রবার এবং শনিবার হাউজফুল ছিল এই ছবি।