Anupam Kher on Kashmir Attack: 'কাশ্মীর ফাইলস'-কে প্রচারমূলক ছবি বলা হয়েছিল, কিন্তু আজ বেছে বেছে সেই হিন্দুদেরই মরতে হচ্ছে', বিস্ফোরক অনুপম খের
Anupam Kher on Kashmir Files: 'কাশ্মীর ফাইলস' ছবিতে এমন একটি হিন্দু পরিবারের গল্প দেখানো হয়েছিল, যাঁরা কাশ্মীরে থাকতেন ও জঙ্গী হামলায় তাঁদের জীবন ছাড়খার হয়ে যায়।

কলকাতা: 'কাশ্মীর ফাইলস' (Kashmir Files) ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তুলে ধরেছিলেন কাশ্মীরি পন্ডিতদের লড়াইয়ের গল্প। কিন্তু এই ঘটনা সিনেমা নয়, ঘোর বাস্তব। মঙ্গলবার দিনের শুরুটা যখন হয়েছিল, তখন কেউ ভাবতেও পারেননি, দিনের শেষটা হবে এত তীক্ত, এতটা ভয়াবহ। রক্তস্নাত পহেলগাঁও। অথচ গতকাল দুপুর পর্যন্তও সব ঠিকঠাক ছিল। কেউ গিয়েছিলেন মধচন্দ্রিমা উদযাপনে। কেউ গিয়েছিলেন পরিবারকে নিয়ে, একটু ভাল সময় কাটাতে। কাশ্মীরে এখন টিউলিপের মরসুম। কাজেই সেখানে হাজার হাজার পর্যটকের জমায়েত হয়েছিল এই সময়, প্রত্যেক বছরের মতোই। কিন্তু মঙ্গলবার দুপুরেই বদলে গেল সবটা। জঙ্গি হামলায় মিনি স্যুইটজারল্যান্ড এখন ভয়াবহ, দুঃস্বপ্নের। কাশ্মীরে জঙ্গি হামলার ২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও যেন সেই স্মৃতি, সেই ছবি, সেই আলোচনা একটা ফোঁটাও শান্তি দিচ্ছে না সাধারণ মানুষকে। কেউ যেন ভুলতে পারছেন না নিরীহ পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনাকে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬, আহত একাধিক। আর এই ঘটনা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করলেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)।
অনুপম খের বলছেন, 'পহেলগাঁও-তে হিন্দুদের যেভাবে গণহত্যা করা হয়েছে, ২৭ জন হিন্দুকে বেছে বেছে খুন করা হয়েছে, তাতে মনখারাপ তো বটেই, কিন্তু ক্রোধ আর ক্ষোভের কোনও সীমা পরিসীমা নেই। জীবনে অনেক কিছু এমন দেখেছি। কাশ্মিরী হিন্দুদের সঙ্গে কাশ্মীরে এটাই হয়। 'কাশ্মীর ফাইলস' ছবিটাও এই সমস্ত ঘটনার একটা হালকা আঁচকে নিয়েই তৈরি হয়েছিল। কিন্তু সেই সময়ে অনেকেই ছবিটাকে প্রচারমূলক বলে নিন্দা করেছিলেন। কিন্তু এখন, ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা যে সমস্ত মানুষেরা কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন, তাঁদের ধর্ম বেছে বেছে তাঁদের মারা.. আমার বর্ণনা করার ভাষা নেই। মাঝে মাঝে পরিস্থিতি বর্ণনা করতে ভাষাও কম পড়ে। যা অনুভূতিতে আসে, তা মুখে কখনও বলা যায় না।'
প্রসঙ্গত, 'কাশ্মীর ফাইলস' ছবিতে এমন একটি হিন্দু পরিবারের গল্প দেখানো হয়েছিল, যাঁরা কাশ্মীরে থাকতেন ও জঙ্গী হামলায় তাঁদের জীবন ছাড়খার হয়ে যায়।
View this post on Instagram






















