Actor Madhavi Gogate Death: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ অভিনেত্রী মাধবী গোগতে, বয়স হয়েছিল ৫৮
Actor Madhavi Gogate Death: জনপ্রিয় টিভি অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় 'অনুপমা' ধারাবাহিকে মাধবীর অনস্ক্রিন কন্যার চরিত্রে অভিনয় করেন। সোশ্যাল মিডিয়ায় তিনিই মাধবী দেবীর মৃত্যুর খবর প্রকাশ করেন।
নয়াদিল্লি: জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'অনুপমা' (Anupamaa)অভিনেত্রী মাধবী গোগতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রবিবার। হিন্দি ও মরাঠী ছবি ও ধারাবাহিকের প্রখ্যাত মুখ তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর।
জনপ্রিয় টিভি অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় 'অনুপমা' ধারাবাহিকে মাধবীর অনস্ক্রিন কন্যার চরিত্রে অভিনয় করেন। সোশ্যাল মিডিয়ায় তিনিই মাধবী দেবীর মৃত্যুর খবর প্রকাশ করেন। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে মাধবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
'কত কিছু বলা বাকি রয়ে গেল। সৎগতি মাধবী জি,' রূপালী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
'অনুপমা' ধারাবাহিকে মাধবী গোগতের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন মেহুল নিসার। তিনিও শোকপ্রকাশ করেছেন। মাধবী দেবীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'হতভম্ব! অবিশ্বাস্য! মাধবী জি আমাদের ছেড়ে চলে গেছেন।'
View this post on Instagram
সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই প্রবীণ অভিনেত্রী। শরীরে জটিলতা বৃদ্ধি পায় এবং রবিবার দুপুর নাগাদ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর অবশেষে থেমে যায় জীবনযুদ্ধ।
আরও পড়ুন: Shreya Ghoshal Update: ছয় মাস পূর্তি খুদে দেবয়ানের, মিষ্টি পোস্ট মা শ্রেয়া ঘোষালের