এক্সপ্লোর
অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগে তাঁর নাম জড়়ানোয় পায়েল ঘোষকে আইনি নোটিশ রিচা চাড্ডার
পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। এবার সেই পায়েলকে আইনি নোটিশ পাঠালেন অভিনেত্রী রিচা চাড্ডা। সোমবার সোশ্যাল মিডিয়া মারফত্ এ কথা জানিয়েছেন রিচা।
![অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগে তাঁর নাম জড়়ানোয় পায়েল ঘোষকে আইনি নোটিশ রিচা চাড্ডার Anurag Kashyap controversy: actress richa chadha takes legal action against Payel Ghosh অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগে তাঁর নাম জড়়ানোয় পায়েল ঘোষকে আইনি নোটিশ রিচা চাড্ডার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/22012128/Untitled-7.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। এবার সেই পায়েলকে আইনি নোটিশ পাঠালেন অভিনেত্রী রিচা চাড্ডা। সোমবার সোশ্যাল মিডিয়া মারফত্ এ কথা জানিয়েছেন রিচা। আইনজীবীর বিবৃতি মারফত্ রিচা আগেই বলেছিলেন যে, ‘তৃতীয় কোনও পক্ষে’র উত্থাপিত সাম্প্রতিক অভিযোগ ও বিতর্কে তাঁর ‘অবমাননাকরভাবে’ তাঁর নাম টেনে আনার নিন্দা করছেন তিনি।
একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কাশ্যপের বিরুদ্ধে অভিযোগকারী যে তিন অভিনেত্রীর নাম করেছিলেন, তাঁদের মধ্যে একজন রিচা। তিনি দাবি করেছিলেন, ‘কাশ্যপ বলেছিলেন যে, রিচা সহ তিন অভিনেত্রীকে ফোন করলেই হল। এর জবাবে অভিনেত্রী বলেছিলেন, আপনি রিচা, মাহি গিল, হুমা কুরেশিদের সুযোগ দিয়েছেন...ওরা খুবই মাঝারি ধরনের । সাধারণত পরিচালকরা তাদের সুযোগ দেয় না। কিন্তু আপনি খুব ভালো কাজ করেছেন। কিন্তু এরজন্য আমি এখন মানসিকভাবে প্রস্তুত নই’।
কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ তাঁর নাম ‘মিথ্যে করে এবং অপ্রয়োজনীয়’ভাবে টেনে আনার নিন্দা রিচা করেছিলেন আইনজীবীর বয়ান মারফৎ। ওই বিবৃতিতে আরও বলা হয়েছিল, ‘আমাদের মক্কেল বিশ্বাস করেন, কোনও মহিলার প্রতি অন্যায় হয়ে থাকলে তার বিচার হওয়া উচিত। কর্মক্ষেত্রে মহিলারা যাতে সমতার ভিত্তিতে কাজ করতে পারেন এবং তাঁরা যাতে আন্তরিক কর্মক্ষেত্রে মর্যাদা বজায় রেখে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে আইন রয়েছে। কিন্তু ভিত্তিহীন, মিথ্যা ও অবাস্তব অভিযোগের মাধ্যমে অন্য কোনও মহিলাকে হেনস্থা করতে কোনও মহিলার আইনের অপব্যবহার করা উচিত নয়। আমাদের মক্কেল এ বিষয়ে যথোপযুক্ত আইনি ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করেছেন এবং তাঁর পরবর্তী আইনি অধিকার ব্যবহার করবেন’।
উল্লেখ্য, পায়েল ট্যুইটের মাধ্যমে কাশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেছিলেন, অনুরাগ কাশ্যপ তাঁর ওপর বলপ্রয়োগ করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে ট্যাগ করে কাশ্যপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পায়েলের এই অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন কাশ্যপ।
এরইমধ্যে কাশ্যপের প্রাক্তন স্ত্রী তথা ফিল্ম সম্পাদক আরতি বাজাজ, অভিনেত্রী তাপসী পান্নু, হনসল মেহতা, মহম্মদ জিশান আয়ুব, টিস্কা চোপড়া, সুরভীন চাওলা ও নির্দেশক অনুভব সিনহা কাশ্যপের পাশে দাঁড়িয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)