Chingrighata Fire News: শহরে ফের অগ্নিকাণ্ড, চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন
ABP Ananda Live: শহরে ফের অগ্নিকাণ্ড, নারকেলডাঙা, তারাতলার পর চিংড়িঘাটা। চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন। দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
'আসল OMR নেই', SSC মামলার তথ্যেই সন্দেহ সুপ্রিম কোর্টের
SSC-র চাকরি বাতিল মামলায়, আজও সুপ্রিম কোর্টে নির্ধারণ হল না কীভাবে আলাদা করা যাবে চাল ও কাঁকড়। শুনানি শেষ করে রায়দান স্থগিত রাখল সর্বোচ্চ আদালত। OMR শিট সংক্রান্ত তথ্য নিয়েই সন্দেহপ্রকাশ করল সুপ্রিম কোর্টে। এদিন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আপনি স্কুল সার্ভিস কমিশনের তথ্যের সঙ্গে NYSA-র প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের তথ্য মিলিয়ে দেখতেই পারেন। কিন্তু আমরা পঙ্কজ বনসলের তথ্য নিয়েও সন্দিহান। এদিন, প্রধান বিচারপতি SSC-র কাছে জানতে চান, চার্জশিট অনুযায়ী কত অবৈধ নিয়োগ হয়েছে? SSC-র তরফে জানানো হয়, প্রায় ৫ হাজার ১০০। তখন মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এটা ১০ হাজার ৭৫০।


















