এক্সপ্লোর
Advertisement
সলমনের ‘ধর্ষণ-মন্তব্য’ অসংবেদশীল, বললেন অনুষ্কা
মুম্বই: সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুলতান’ বক্সঅফিসে দুরন্ত সাড়া ফেলেছে। এই সিনেমায় সলমনের বিপরীতে অভিনয় করছেন অনুষ্কা শর্মা। এই সিনেমার শ্যুটিংয়ের পরিশ্রমের কথা বলতে গিয়ে সলমন নিজেকে ধর্ষিতা মহিলার সঙ্গে তুলনা করে বিতর্ক তৈরি করেছিলেন। বিভিন্ন মহলে সলমনের ওই মন্তব্যর নিন্দায় ঝড় উঠেছে। এবার সলমনের এই মন্তব্য সম্পর্কে মুখ খুললেন অনুষ্কাও। সাফ জানিয়ে দিলেন, সলমনের ওই মন্তব্য অসংবেদনশীল।
এক সাক্ষাত্কারে অনুষ্কা এ ব্যাপারে বলেছেন, ‘প্রথমে আমাকে দেখতে হবে তিনি প্রকৃতপক্ষে কী বলেছেন। কারণ আমি সেখানে ছিলাম না। সত্যি কথা বলতে কী, এ ব্যাপারে অনেক কথা হয়েছে এবং স্পষ্টতই তিনি যা বলেছেন তা অসংবেদশীল। হ্যাঁ, কিছুটা অসংবেদনশীল এবং তিনি যা বলেছেন তাতে আমি তো কিছুটা আশ্চর্যই হয়ে যাই। এর থেকে আমি বুঝতে পেরেছি যে, কথাবার্তা বলার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। সেলিব্রিটিদের তো এ বিষয়ে আরও সচেতন হতে হবে’।
উল্লেখ্য, সলমনের ওই মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন মহলে বলিউড অভিনেতার ক্ষমাপ্রার্থনার দাবি জানানো হয়েছে। কিন্তু সলমন এখনও তা করেননি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement