এক্সপ্লোর
Advertisement
তিন খানের সঙ্গে কাজ করে জনপ্রিয়তা বেড়েছে, বললেন ‘কৃতজ্ঞ’ অনুষ্কা
নয়াদিল্লি: হাতে গোনা কয়েকজন অভিনেত্রী রয়েছেন যাঁরা বলিউডের তিন খানের সঙ্গেই অভিনয়ের সুযোগ পেয়েছেন। তাঁদেরই মধ্যে একজন অনুষ্কা শর্মা। ২০০৮-এ ‘রব নে বনা দে জোড়ি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ অনুষ্কার। সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন শাহরুখ খান। এরপর ২০১৪-তে ‘পিকে’-তে আমির খানের সঙ্গে অভিনয় করেন অনুষ্কা। এবার সলমন খানের সঙ্গে দেখা যাবে তাঁকে। কুস্তি নিয়ে কাহিনী অবলম্বনে নির্মিত ‘সুলতান’ সিনেমায় সলমনের বিপরীতে দেখা যাবে অনুষ্কাকে। বলিউডের প্রধান তিন নায়কের সঙ্গেই স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। অনুষ্কা বলেছেন, তিন খানের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। কারণ, ওই তিনজনের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে সম্ভাব্য সমস্ত অভিজ্ঞতা রয়েছে। তাঁরা দু’দশকেরও বেশি সময় ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তাঁদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। তাঁর অনুরাগীর সংখ্যা খানদের হাত ধরেই বেড়েছে বলেও মন্তব্য করেছেন অনুষ্কা। কারণ, তাঁদের সঙ্গে কাজ করার সুবাদেই অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এজন্য শাহরুখ, আমির ও সালমনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন অনুষ্কা।
২৮ বছরের অভিনেত্রী বলেছেন, বলিউডের প্রথমসারির অভিনেতাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেও সহ-অভিনেতা বাছাইয়ের বিষয়টি তাঁর ভাবনায় কখনও আসেনি। তাঁর কাছে চিত্রনাট্য ও পরিচালকই অগ্রাধিকারের বিষয়।
আগামী সিনেমা ‘সুলতান’-এ হরিয়ানার এক কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে। এই ছবিতে সলমনের বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল। শেষপর্যন্ত অনুষ্কাকে বেছে নেওয়া হয়। যদিও এ ব্যাপারে কোনও জল্পনা হয়েছিল কিনা, তা জানা নেই বলে মন্তব্য করেছেন তিনি। অনুষ্কা বলেছেন, পরিচালক আদিত্য চোপড়া তাঁকে ফোন করে জানতে চান, তিনি এই ছবিতে কাজ করতে আগ্রহী কিনা। চিত্রনাট্য শোনার পর রাজি হন ‘এনএইচ ১০’-এর অভিনেত্রী।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement