Aparajita Adhya: ফের নতুন ধারাবাহিক নিয়ে আসছেন অপরাজিতা, বলবেন মা-মেয়ের গল্প
Aparajita Adhya New Serial: এর আগে, ধারাবাহিক 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার'-এর মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অপরাজিতা। আর এবার এক প্রাণোচ্ছ্বল মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে
কলকাতা: ফের নতুন ধারাবাহিকে 'অপরাজিতা আঢ্য' (Aparajita Auddy)। স্টার জলসার (Star Jalsa)-র পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'জল থইথই ভালবাসা', আর সেখানেই দেখা যাবে অপরাজিতাকে। সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে, এক মা-মেয়ের গল্প দেখা যাচ্ছে। মা রান্নার কাজ করতে করতেই গুণগুণ করে গান গাইছেন, আর মেয়ে ব্যস্ত ভ্লগ বানাতে।
এর আগে, ধারাবাহিক 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার'-এর মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অপরাজিতা। আর এবার এক প্রাণোচ্ছ্বল মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এমন এক মা, যিনি সংসার চালানোর পাশাপাশি, নাচে, গান, আবৃত্তি সবেতেই পারদর্শী। স্টার জলসার সোশ্যাল মিডিয়ার পাতায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে এই ধারাবাহিকের প্রোমো।
এর আগে, 'ঘরে ঘরে জি বাংলা'-শো-তে সঞ্চালনা করছিলেন অপরাজিতা। কিন্তু এবার নতুন গল্পে দেখা যাবে তাঁকে। প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি পেশাদারভাবেই নাচ করেন অপরাজিতা, শেখানও। তাঁর একটি নাচের স্কুলও রয়েছে। অপরাজিতার জীবনের প্রথম উপার্জন হয়েছিল এই নাচের স্কুল থেকেই। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক অভিনয় করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছেন অপরাজিতা।
প্রসঙ্গত, এর আগে ছোটপর্দায় ফেরা নিয়ে এবিপি লাইভকে অপরাজিতা জানিয়েছিলেন, ছোটপর্দায় তাঁর অনেক দর্শক রয়েছেন। অনেক দর্শকই তাঁকে দেখার জন্য বড়পর্দায় অর্থাৎ সিনেমাহলেও যেতে পারেন না। তাঁকে দেখার জন্য অনেকেই ছোটপর্দায় চোখ রাখেন, অপেক্ষা করেন তিনি কবে ছোটপর্দায় আসবেন, ধারাবাহিকে আসবেন। তাঁদের কথা ভেবেই, ছোটপর্দায় ফেরা অপরাজিতার।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল অপরাজিতার ছবি 'চিনি ২'। দেখা যাবে দুই নারীর সমীকরণ। তাঁদের জীবনে বিভিন্ন সমস্যা... আর তাঁরা হাতড়ে বেড়াচ্ছেন সমাধান। এই পরিস্থিতিতেই দেখা আর আলাপ দুজনের। সময়ের সঙ্গে সঙ্গে দুরত্ব কমে, একে অপরের সমস্যা বুঝে বন্ধু হয় দুই অসমবয়সী সত্তা। একজন প্রেমে পড়তে চায়, অপরজন খুঁজে পেতে চায় তার হারিয়ে যাওয়া সত্তাকে। ফিরে পেতে চায় স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের উষ্ণতা। শুধুই কী সম্পর্ক? বিশ্বাস, বিশ্বাস ভাঙায় গড়ে উঠেছে ছবির গল্প। এই ছবিতে দেখা গিয়েছে, মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও অপরাজিতা আঢ্য (Aparajita Addhya), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), সৌম্য মুখোপাধ্যায় (Soumyo Mukherjee), লিলি চক্রবর্তী (Lily Chakraborty) ও পিঙ্কি বন্দোপাধ্যায় (Pinky Banerjee)-কে।
আরও পড়ুন: Dream Girl 2: ভক্তদের সঙ্গে 'ড্রিম গার্ল ২'-এর সাফল্য় উদযাপন করবেন আয়ুষ্মান! কবে, কোথায়?