Aparajita Adhya: 'সামি সামি' গানে জমজমাট নাচ, নেট দুনিয়ায় ঝড় তুললেন অপরাজিতা আঢ্য
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নাচের ভিডিও পোস্ট করেছেন অপরাজিতা আঢ্য। তাঁকে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীদের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে।
কলকাতা: 'পুষ্পা দ্য রাইজ'-এর (Pushpa The Rise) জ্বর থেকে বেরতেই পারছেন না বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। কিছুদিন আগেই এই ছবির জনপ্রিয় গান 'ও অন্তাভা'য় কোমর দুলিয়ে ভাইরাল হয়েছিলেন। নেট দুনিয়ায় প্রশংসিত হয়েছিল তাঁর নাচের ভিডিও। এবার সেই 'পুষ্পা' ছবিরই আর এক জনপ্রিত গান 'সামি সামি'তে নাচলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায়।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নাচের ভিডিও পোস্ট করেছেন অপরাজিতা আঢ্য। তাঁকে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' (Lakshmi Kakima Superstar) ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীদের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে। নাচের জন্য বেছে নিয়েছেন 'পুষ্পা দ্য রাইজ' ছবির জনপ্রিয় 'সামি সামি' (Sami Sami Song) গানটি। অপারজিতা আঢ্যর সঙ্গে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে আরও তিনজন অভিনেত্রীকে। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'লক্ষ্মী কাকিমা সুপারস্টারের টিমের সঙ্গে। রকিং উইথ এনার্জি।' ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'দিদি জাস্ট অসাধারণ।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'অসাধারণ তোমার এনার্জি।'
আরও পড়ুন - Happy Birthday Shraddha Kapoor: শ্রদ্ধা কপূরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কারা?
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর জন্মদিন। অপরাজিতা আঢ্যর জন্মদিনেই (Aparajita Adhya Birthday) তাঁর আগামী ছবি 'বেলাশুরু'তে লুক প্রকাশ্যে এসেছে। পোস্ট করা হয়েছে 'উইন্ডোজ প্রোডাকশন'-এর সোশ্যাল মিডিয়া পেজ থেকে। 'বেলাশেষে' ছবিতে অপরাজিতার চরিত্রের নাম ছিল 'বুড়ি'। এবারেও সেই চরিত্রেই ফিরছেন অভিনেত্রী। লুক পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'বুড়ি - আমাদের বাড়ির বড় মেয়ে। আজকে তার জন্মদিন.. তার সাথে আবার দেখা হওয়ার বাকি নেই আর বেশি দিন। শুভমুক্তি ২০শে মে, বেলাশেষের পর বেলাশুরু।' (অপরিবর্তিত) নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বেলাশুরু' ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে ২০ মে।