Aparajita on Shiboprosad: 'বহুরূপী' তোর শ্রেষ্ঠ অভিনয়.. কোনও খুঁত নেই', শিবপ্রসাদকে খোলা চিঠি অপরাজিতার
Shiboprosad Mukherjee Bohurupi: অপরাজিতা বলছেন, 'আজকে আমি বহুরূপী দেখলাম। এই ছবিটা দেখে আমার প্রথমেই যেটা মনে হয়েছে, এটা এক্কেবারে কমার্শিয়াল ছবি'
কলকাতা: একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তাঁরা, বন্ধুত্বও গভীর। কিন্তু পর্দায় 'বহুরূপী' শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-কে দেখে যেন চিনতেই পারছেন না অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। সদ্য 'বহুরূপী' দেখে, শিবপ্রসাদকে আবেগমাখা বার্তা পাঠালেন অপরাজিতা। সেই অডিও শুনল এবিপি লাইভ বাংলা (ABP LIve Bangla)।
অপরাজিতা বলছেন, 'আজকে আমি বহুরূপী দেখলাম। এই ছবিটা দেখে আমার প্রথমেই যেটা মনে হয়েছে, এটা এক্কেবারে কমার্শিয়াল ছবি। বন্ধু হিসেবে এই বিষয়ে তোকে (শিবপ্রসাদকে) সাধুবাদ দেব প্রথমেই। তোর বানানো যা ছবি আমি দেখেছি, তার মধ্যে এই ছবিটার কমার্শিয়াল ফ্লেভারটা অনেক হাই। এটা একটা হার্ডকোর কমার্শিয়াল ছবি। দ্বিতীয়ত, নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালনায় তৈরি একগুলো ছবির মধ্যে বহুরূপী শ্রেষ্ঠ। টেকনিক্যালি কোনও ভুল চোখে পড়েনি, সেটা পড়ার কোনও অবকাশও ছিল না। আমার মতে এটা তোর কেরিয়ারের শ্রেষ্ঠ অভিনয় হয়ে থাকবে। তোর লুক, তোর শরীরী ভাষা, কথা বলার আদব-কায়দা, সমস্তকিছুতে আমার মনে হয়েছে তুই খুব বড় মাপের অভিনেতা। কিন্তু তুই যা যা অভিনয় আজ পর্যন্ত করেছিস, তোর শ্রেষ্ঠ অভিনয় হচ্ছে বহুরূপী। বহুরূপী নাম যে ছবির, তুই সেটাকে সার্থক করেছিস। বাকিদের অভিনয় দেখেও আমি অবাক হয়ে গিয়েছি। আমি কোনোদিন কৌশানীর কাজ দেখিনি। ওকে খুব সুন্দর দেখতে আমি জানি। আমি জানি তোদের কাঠকে দিয়েও অভিনয় করানোর ক্ষমতা রয়েছে। কিন্তু ও যে এত ভাল অভিনয় করবে, তোর বিপরীতে তোর সঙ্গে তাল মিলিয়ে ওই রিদম বজায় রাখা.. ওকে স্যালুট। হ্যাটস অফ। তার সঙ্গে আমার ঋতাভরীকে দেখে মনে হচ্ছিল ও আমার ভীষণ চেনা চরিত্র। খুব কাছ থেকে দেখা ওরকম চরিত্র., একেবারে মাপে মাপে মিলে যাচ্ছিল। একজন ভদ্রমহিলাকে আমার কাছ থেকে দেখা.. তিনি ঠিক ওইভাবে বাসন ছোঁড়েন, ওইভাবে চিৎকার করেন এক্কেবারে তাই। আমার বার বার ওই ভদ্রমহিলার কথা মনে পড়ছিল। আর রজতদা.. বাবা রে বাবা। রজতদা কী অভিনয় করেছেন! প্রদীপমামার কথা তো আমি ছেড়েই দিলাম, মামা তো ওরকম করেনই। যাঁরা তোর অ্যাসিন্টেন্ট হয়েছে থেকে শুরু করে মানসীদি থেকে ভাস্করদা থেকে অপূর্ব থেকে প্রত্যেকে দারুণ। ছবিটা যে এত সাফল্য পেয়েছে, সেটা এর প্রাপ্তি। পাওয়ারই ছিল এই সাফল্যটা। দুর্দান্ত লেগেছে। খুব ভাল থাকিস আর আমরা যেন অনেক ভাল ভাল ছবি উপহার পাই।'
আরও পড়ুন: Salman Khan News: নিরাপত্তা বাড়াতে নয়া পদক্ষেপ সলমনের, দুবাই থেকে আনালেন বহুমূল্য বুলেটপ্রুফ গাড়ি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।