Bengali Serial: বাংলা ধারাবাহিক শুধু সাহসী নয়, সংবেদনশীল হচ্ছে: অপরাজিতা
Aparajita Ghosh Das: 'চিরসখা' ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অপরাজিতাকে। যখন তাঁদের ধারাবাহিকের জোরকদমে শ্যুটিং চলছে, তখনই অন্যদিকে টলিপাড়ায় শ্যুটিং বন্ধ হওয়ার হিড়িক

কলকাতা: এতদিন পরে 'চিরসখা' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরলেন কেন? প্রশ্ন শুনেই তিনি একটু প্রতিবাদই জানালেন। বললেন, 'আমি তো কখনও ছোটপর্দা থেকে সরিনি, ফিরব কী করে? তবে হ্যাঁ, বিরতি বলতে পারেন। আমাদের পেশায় তো ভাল চরিত্রের জন্য অপেক্ষা করতে হয়। একটা ধারাবাহিক শেষ হল, সঙ্গে সঙ্গে আরেকটা পছন্দমতো ধারাবাহিক অপেক্ষা করে বসে আছে। অন্তত আমি পছন্দের চরিত্রের জন্য অপেক্ষা করতেই বিশ্বাসী। 'চিরসখা' আমায় তেমন একটা চরিত্র এনে দিয়েছিল, যাঁকে আমি না বলতেই পারতাম না।' জোরকদমে শ্যুটিং চলছে তাঁর নতুন ধারাবাহিকের। তার মধ্যেই এবিপি লাইভে (ABP Live) মনখোলা আড্ডায় অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh)।
'চিরসখা' ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অপরাজিতাকে। যখন তাঁদের ধারাবাহিকের জোরকদমে শ্যুটিং চলছে, তখনই অন্যদিকে টলিপাড়ায় শ্যুটিং বন্ধ হওয়ার হিড়িক। অপরাজিতা বলছেন, 'আমাদের ধারাবাহিকের শ্যুটিং চললেও, অন্য ধারাবাহিকের শ্যুটিং বন্ধ হচ্ছে শুনেও খারাপ লাগে। আমাদের পেশাটা তো আসলে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার। সেই জায়গা থেকে শ্যুটিং বন্ধ করা তো কোনো সমস্যারই সমাধান হতে পারে না। যত তাড়াতাড়ি শ্যুটিং শুরু হয়ে যায়, ততই ভাল।'
চরিত্রের জন্য অপেক্ষা করার কথা বলছিলেন, যে কোনও চরিত্রে অভিনয়ে রাজি হওয়ার সময় কী কী বিষয়ে নজর রাখেন অপরাজিতা? অভিনেত্রী বলছেন, 'আমি সবসময় দেখি, আমার অভিনয়ের জায়গা কতটা রয়েছে? আমি কতটা মানুষের মনে দাগ কাটতে পারছি। 'চিরসখা' ধারাবাহিকের চরিত্রটায় এতরকম শেড রয়েছে, আমার তো অভিনয় করতে দারুণ লাগছে। এই চরিত্র আর কারও কাছে এলে মনে হয় না সেই এই চরিত্র ফিরিয়ে দিতে পারতেন।' নিজের বয়সের থেকে বেশি বয়সের চরিত্র অভিনয় করছেন, এ নিয়ে কখনও ছুৎমার্গ রয়েছে? প্রশ্ন শুনেই অপরাজিতার পাল্টা প্রশ্ন, 'ধারাবাহিকে আমার বয়স কত বলুন তো?' তারপরে নিজেই উত্তর দিয়ে বললেন, 'বয়সটা যদিও স্পষ্ট করে কোথাও বলা নেই, তবে আমার চিত্রনাট্য পড়ে মনে হয়েছে ৫০-এর আশেপাশেই হবে। আমার নিজের বয়স ৪৬ বছর। সেখানে ৫০ বছরের চরিত্রে অভিনয় করতে অসুবিধা কোথায়? গল্পটাই তো মধ্যবয়সী একজনের গল্প। সেই কারণেই কোনও ১৯-২০ বছরের অভিনেত্রীকে নেওয়া হয়নি। আমি একজন অভিনেত্রী। আমি দেখব বিভিন্ন চরিত্রে আমি নিজেকে ফুটিয়ে তুলতে পারছি কি না। বয়স আমার কাছে কখনও কোনও মাথাব্যথার কারণ হয়নি। আর সবাই যদি কেবল তরুণ প্রজন্মেরই গল্প বলে, তাহলে কী মধ্যবয়স্কদের গল্প বলাই হবে না?'
বাংলা ধারাবাহিকে এমন একটা সম্পর্কের গল্প বলা হচ্ছে, যে সম্পর্ক নিয়ে সমাজে অনেক রকমের কথা হয়। বাংলা ধারাবাহিক কী সাহসী হচ্ছে? অপরাজিতা বললেন, 'সাহসী তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমি আরও একটা শব্দ যুক্ত করতে চাইব। সেটা হল, সংবেদনশীল। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের তো সম্পর্কগুলোকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে গিয়েছে। এমন একজন মহিলা যাঁর অল্পবয়সে স্বামী মারা গিয়েছেন, সে একা মা হিসেবে তাঁর ছেলেমেয়েদের বড় করেছে। সে নিজে উপার্জন করে না। তাঁর জীবনটা ঠিক কতটা কঠিন, সেটাই দেখানো হয়েছে। তবে শুধু একটা মানুষের সঙ্গে সম্পর্কের কথা নয়, এখানে বিভিন্ন সম্পর্কের সমীকরণই দেখা হয়েছে।'
ধারাবাহিক মানেই তো টিআরপি-র চাপ থাকে। অপরাজিতা বলছেন, 'টিআরপি ভীষণ গুরুত্বপূর্ণ। তবে সেটা তো আমাদের হাতে নেই। কাজেই আমি বিশ্বাস করি, কর্ম করিয়া যাও, ফলের আশা করিও না।'
আরও পড়ুন: Abhishek-Aishwarya: অভিষেককে জন্মদিনে শুভেচ্ছা ঐশ্বর্য্যের, ফের একবার ওড়ালেন বিচ্ছেদের জল্পনা






















