Aranyer Din Ratri: সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে, হাজির থাকবেন শর্মিলা ঠাকুর
Cannes 2025: ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে ‘অরণ্যের দিনরাত্রি’।

কলকাতা: এই ছবি যাঁরা একবার দেখেছেন, তাঁদের পক্ষে এই সিনেমার রেশ কাটিয়ে ওঠা অসম্ভব। সেই ছবিই আবার ফিরছে নতুনভাবে। সত্যজিৎ রায়ের (Satyajit Roy) ছবি এবার আসছে নতুনভাবে। এবার 'কান ২০২৫'-এ দেখানো হবে সত্যজিৎ রায়ের কিংবদন্তি সিনেমা 'অরণ্যের দিনরাত্রি'। হাজির থাকবেন ওই চলচ্চিত্রের নায়িকা শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ও পূর্ণিমা দত্ত (Purnima Dutt)। এই ছবি রিস্টোরের কাজ শুরু হয়েছিল অনেকদিন আগেই। তা সম্পূর্ণ হয়েছে সদ্যই। আর 'কান'-এর আন্তর্জাতিক মঞ্চে এবার দেখানো হবে এই ছবি।
১৯৮৮ সালে বই আকারে প্রকাশিত হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) ‘অরণ্যের দিনরাত্রি’। ঠিক তার ২ বছর পর এই গল্পটি ছবির আকারে সিনেমার পর্দায় নিয়ে আসেন সত্যজিৎ রায়। ৫ দশক পেরিয়ে গিয়েছে, পরিচালক থেকে সিনেমার অধিকাংশ কলাকুশলীই প্রয়াত হয়েছেন। এই ছবি বাঙালি যতবার দেখেন, তাঁদের যেন মনে পড়ে যায় সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের কথাই। এতগুলি বছর পর চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে ‘অরণ্যের দিনরাত্রি’।
‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমায় অভিনয় করেছিলেন সেই সময়ের তাবড় তাবড় সব অভিনেতা অভিনেত্রী। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), শর্মিলা ঠাকুর (Sharmila Tagore), রবি ঘোষ (Rabi Ghosh), শুভেন্দু চট্টোপাধ্যায় (Subhendu Chatterjee), পাহাড়ী সান্যাল (Pahari Sanyal), সিমি গারেওয়ালের (Simmi Garwal) মতো নাম করা তারকারা অভিনয় করেছিলেন এই ছবিতে। তবে বর্তমানে তাঁর এই ছবির অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই আর বেঁচে নেই। অসীম, হরি, শেখর, জয়া, অপর্ণা এবং সঞ্জয় দের সেই ভালোবাসা এবং বন্ধুত্বের গল্প আরও একবার দেখানো কান চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক আঙিনায়। সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের অন্যতম প্রিয় এই সিনেমাটি কিছুদিন আগেই পুনরায় সংস্করণ করা হয়েছে, ফলে নতুন রূপে সিনেমাটি দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছবির প্রযোজক পূর্ণিমা দত্ত, ফিল্ম ফাউন্ডেশন এক্সিকিউটিভ ডিরেক্টর মার্গারেট বোদ্দে, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের শিবেন্দ্র সিং দুঙ্গারপুর। উপস্থিত থাকার কথা সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়। কান চলচ্চিত্র উৎসবে ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটি প্রদর্শনী হওয়ার ঘোষণা করতে পেরে ভীষণ খুশি ছবির প্রযোজক থেকে শুরু করে পরিচালক পুত্র সকলেই। তবে আগামী দিনে ভারতেও সিনেমাটি মুক্তি করার কথা চিন্তাভাবনা করেছেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়।






















