Arbaaz Khan: স্ত্রী'র জন্য আরবাজের গলায় রোম্য়ান্টিক গান, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
Bollywood News: অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে।
![Arbaaz Khan: স্ত্রী'র জন্য আরবাজের গলায় রোম্য়ান্টিক গান, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও Arbaaz Khan drops VIDEO of him singing Tere Mast Mast Do Nain at his wedding Arbaaz Khan: স্ত্রী'র জন্য আরবাজের গলায় রোম্য়ান্টিক গান, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/8f4916d524386cd867c9679c5e38f6bc170382668645847_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গত ২৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান (Arbaz Khan) ও শৌরা। তাঁদের বিয়ের অনুষ্ঠানের হাজির হয়েছিলেন আত্মায়ী-বন্ধুবান্ধব থেকে শুরু করে বলিউডের একাধিক তাবড় শিল্পীরা (Bollywood Actors)। আর সেখানেই স্ত্রী'র উদ্দেশ্যে 'দাবাং' (Dabang)-এর রোমান্টিক ট্র্যাক 'তেরে মাস্ত মাস্ত দো নয়ন' গাইতে দেখা যায় অভিনেতাকে। একহাতে মাইক ও একহাতে ফোন নিয়ে হাসি মুখে গান গাইছেন আরবাজ। আর সেইমুহূর্তই ক্য়ামেরাবন্দি করেছেন অনুষ্ঠানে আসা কোনও এক অতিথি। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে (Insgram Profile) সেই ভিডিও শেয়ার করেছেন তিনি, যা ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্য়ে।
আরও পড়ুন...
দীপিকা বা প্রিয়াঙ্কা নন, এই ভারতীয় অভিনেত্রীর ছবি ১০০০ কোটির ব্য়বসা করে গড়েছে একাধিক রেকর্ড
উল্লেখ্য়, অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে। নিজেই সে কথা সংবাদমাধ্যনে জানান জর্জিয়া। তিনি জানান, সম্পর্কের যে কোনও ভবিষ্যৎ নেই, তা গোড়া থেকে তাঁরা দু'জনেই জানতেন। সব জেনেই সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। কিন্তু সেই রসায়ন আর ছিল না তাঁদের মধ্যে। মতের অমিলও হচ্ছিল। তাই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। এর নেপথ্যে তৃতীয় কোনও ব্যক্তির কোনও ভূমিকা নেই বলেও জানান জর্জিয়া। (Celebrity Wedding)। কিন্তু তারপর সপ্তাহখানেকের মধ্য়েই আরবাজের বিয়ের খবর সামনে এল।
প্রসঙ্গত, আরবাজ খানের স্ত্রী শৌরা মেকআপ আর্টিস্ট হিসেবে কর্মরত বলিউডে। অভিনেত্রী রবীনা ট্যান্ডন এবং তাঁর কন্যা রাশা থাডানির ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট তিনি। এর পাশাপাশি, একাধিক ছবিতেও অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন শৌরা। 'পটনা শুক্লা' ছবিতে কাজ করতে গিয়েই আরবাজ এবং শৌরা একে অপরের কাছাকাছি আসেন বলে সূত্রের খবর। বিয়ের মানসিকতা নিয়েই সম্পর্কে জড়ান আরবাজ এবং শৌরা। সেই মতোই বিয়ে করলেন তিনি।
উল্লেখ্য়, অভিনয় জগতে যখন সদ্য সদ্য পা রেখেছেন, সেই সময়ই নয়ের দশকে মালাইকা আরোরা প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০০২ সালে জন্ম নেয় তাঁদের ছেলে আরহান। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যে ছেদ পড়ে ২০১৬ সালে। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদে পড়ে আইনি সিলমোহর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)