এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন আরবাজ খান
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/10212145/arb-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/5
![একটি নৃত্য সংক্রান্ত রিয়েলটি শো-এ মালাইকা ‘খান’ পদবি ব্যবহার করতে অস্বীকার করার পর আরবাজের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘিরে জল্পনা শুরু হয়েছিল। এরপর রিয়েলটি টিভি শো পাওয়ার কাপল-এর সঞ্চালক হিসেবেও তাঁদের ভূমিকা জল্পনা আরও জোরাল করে। শেষপর্যন্ত তিনটি শো একসঙ্গে করেন তাঁরা। তাও আলাদা গাড়িতে চড়ে শ্যুটিংয়ের জন্য আসেন তাঁরা। এমনকি আলাদা গ্রিনরুম ব্যবহার করেন তাঁরা। (ALL IMAGES: INSTAGRAM/MALAIKA AORA FAN PAGES)](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/10212206/arb-5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একটি নৃত্য সংক্রান্ত রিয়েলটি শো-এ মালাইকা ‘খান’ পদবি ব্যবহার করতে অস্বীকার করার পর আরবাজের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘিরে জল্পনা শুরু হয়েছিল। এরপর রিয়েলটি টিভি শো পাওয়ার কাপল-এর সঞ্চালক হিসেবেও তাঁদের ভূমিকা জল্পনা আরও জোরাল করে। শেষপর্যন্ত তিনটি শো একসঙ্গে করেন তাঁরা। তাও আলাদা গাড়িতে চড়ে শ্যুটিংয়ের জন্য আসেন তাঁরা। এমনকি আলাদা গ্রিনরুম ব্যবহার করেন তাঁরা। (ALL IMAGES: INSTAGRAM/MALAIKA AORA FAN PAGES)
2/5
![আরবাজ জানিয়েছেন, তাঁর সঙ্গে মালাইকার সম্পর্কে কোনও তিক্ততা নেই। তাঁদের মধ্যে সদ্ভাবপূর্ণ সম্পর্কই রয়েছে। তিনি বলেছেন, ওর পরিবারের সঙ্গে আমার ২১ বছরের সম্পর্ক, যেটা একটা জীবনভর সম্পর্কের মতোই। আমাদের একটা কিশোর সন্তান রয়েছে। তাই, পিতামাতার স্বাভাবিক কর্তব্য ও দায়িত্ব দুজনের রয়েছে। সেই দায়িত্ব তখনই পালন করা যাবে, যখন দুজনের সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ থাকবে। আমরা দুজনেই পরিণত এবং পুরো বিষয়টি সামলাতে পারি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/10212159/arb-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আরবাজ জানিয়েছেন, তাঁর সঙ্গে মালাইকার সম্পর্কে কোনও তিক্ততা নেই। তাঁদের মধ্যে সদ্ভাবপূর্ণ সম্পর্কই রয়েছে। তিনি বলেছেন, ওর পরিবারের সঙ্গে আমার ২১ বছরের সম্পর্ক, যেটা একটা জীবনভর সম্পর্কের মতোই। আমাদের একটা কিশোর সন্তান রয়েছে। তাই, পিতামাতার স্বাভাবিক কর্তব্য ও দায়িত্ব দুজনের রয়েছে। সেই দায়িত্ব তখনই পালন করা যাবে, যখন দুজনের সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ থাকবে। আমরা দুজনেই পরিণত এবং পুরো বিষয়টি সামলাতে পারি।
3/5
![একটি দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে আরবাজ খোলামেলাভাবে নিজের কথা জানিয়েছেন। দীর্ঘ জল্পনার পর ১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি ঘটেছে আরবাজ ও মালাইকার। বান্দ্রার পারিবারিক আদালতে বিচ্ছেদের আর্জি জানিয়েছেন তাঁরা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/10212148/arb-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একটি দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে আরবাজ খোলামেলাভাবে নিজের কথা জানিয়েছেন। দীর্ঘ জল্পনার পর ১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি ঘটেছে আরবাজ ও মালাইকার। বান্দ্রার পারিবারিক আদালতে বিচ্ছেদের আর্জি জানিয়েছেন তাঁরা।
4/5
![সম্প্রতি আরবাজকে টক শো ‘কফি উইথ করণ’-এ দেখা গিয়েছে। ভাই সলমন ও সোহেলের সঙ্গে শো-তে এসেছিলেন আরবাজ। সেখানে বিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন। এবার মুখ খুললেন তিনি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/10212145/arb-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি আরবাজকে টক শো ‘কফি উইথ করণ’-এ দেখা গিয়েছে। ভাই সলমন ও সোহেলের সঙ্গে শো-তে এসেছিলেন আরবাজ। সেখানে বিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন। এবার মুখ খুললেন তিনি।
5/5
![বলিউডের অন্যতম সেরা দম্পতি ছিলেন আরবাজ খান ও মালাইকা অরোরা। কিন্তু ভেঙে টুকরো হয়ে গেল সেই দাম্পত্য সম্পর্ক। দুজনের বিচ্ছেদের জল্পনা গত বছরের গোড়া থেকেই শুরু হয়েছিল। শেষপর্যন্ত বছরের শেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। এরপরও অবশ্য তাঁদের বেশ কয়েকটি পার্টিতে দেখা গিয়েছে। কিন্তু দুজনেই তাঁদের বিচ্ছেদ নিয়ে একটা কথাও বলেননি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/10212137/arb-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডের অন্যতম সেরা দম্পতি ছিলেন আরবাজ খান ও মালাইকা অরোরা। কিন্তু ভেঙে টুকরো হয়ে গেল সেই দাম্পত্য সম্পর্ক। দুজনের বিচ্ছেদের জল্পনা গত বছরের গোড়া থেকেই শুরু হয়েছিল। শেষপর্যন্ত বছরের শেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। এরপরও অবশ্য তাঁদের বেশ কয়েকটি পার্টিতে দেখা গিয়েছে। কিন্তু দুজনেই তাঁদের বিচ্ছেদ নিয়ে একটা কথাও বলেননি।
Published at : 10 Jan 2017 09:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)