এক্সপ্লোর
Advertisement
Archana- Parmeet: অর্চনা-পরমীত লুকিয়ে বিয়ে করেছেন, চার বছর কেউ জানতই না! কেন?
অর্চনার সংযোজন, ১৯৯২ সালে যেদিন বিয়ে হয়েছিল সেদিন সইফ আলি খানের ডেবিউ ছবির শ্যুটিং করছিলেন তিনি। কিন্তু সেদিন শুটিংয়ের সেটেও কাউকে বিয়ের ব্যাপারটা টের পেতে দেননি অর্চনা। মুখে এক্কেবারে কুলুপ। মজা করে অর্চনা বলেন, সেই সময় তো আর কোনও সোশ্যাল মিডিয়া ছিল না, তাই তাঁরা বিয়ের মতো একটা বড় ব্যাপারও সকলের নজর এড়িয়ে সেরে নিতে পেরেছিলেন।
মুম্বই: একে কনে সাত বছরের বড়, তায় অভিনয় করে, সব মিলিয়ে অর্চনা পূরণ সিংহকে প্রথমে মেনে নিতে পারেনি তাঁর স্বামী পরমীত শেঠির পরিবার। কিন্তু তাঁরা তো অনড় যে বিয়ে করবেনই। তাই লুকিয়ে বিয়ে করে ফেলেন তাঁরা। এমনকী চার বছর সেই বিয়ের কথা গোপনও রাখেন। কপিল শর্মার শোয়ে বিশেষ অতিথি হিসেবে সম্প্রতি দেখা যায় অর্চনাকে। সেখানেই তিনি এই রোম্যান্টিক গল্প শেয়ার করেন।
অর্চনার সংযোজন, ১৯৯২ সালে যেদিন বিয়ে হয়েছিল সেদিন সইফ আলি খানের ডেবিউ ছবির শ্যুটিং করছিলেন তিনি। কিন্তু সেদিন শুটিংয়ের সেটেও কাউকে বিয়ের ব্যাপারটা টের পেতে দেননি অর্চনা। মুখে এক্কেবারে কুলুপ। মজা করে অর্চনা বলেন, সেই সময় তো আর কোনও সোশ্যাল মিডিয়া ছিল না, তাই তাঁরা বিয়ের মতো একটা বড় ব্যাপারও সকলের নজর এড়িয়ে সেরে নিতে পেরেছিলেন।
প্রসঙ্গত, অর্চনা অনেক দিন ধরেই টিনসেল টাউনে কাজ করেছেন। বিয়ের আগে থেকেই বলিউডে পায়ের তলায় জমি পেয়ে গিয়েছিলেন অর্চনা। অনেক ছবিতে ততদিনে কাজ করে ফেলেছেন বড় বড় তারকার সঙ্গে। আবার পরমীতও ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে কাজ করে নজর কাড়েন । ধীরে ধীরে জমজমাট সংসার তৈরি করেছেন তাঁরা। দুই ছেলে অর্যমান এবং আয়ুষ্মান শেট্টিকে নিয়ে সুখের সংসার এখন তাঁদের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement