Priyanka Chopra: ফের বাবা-মা হতে চলেছেন নিক-প্রিয়ঙ্কা?
Nick-Priyanka Updates: সম্প্রতি শোনা যাচ্ছে, ফের তাঁদের জীবনে সন্তান আসতে চলেছে।
মুম্বই: চলতি বছরই সবাইকে চমকে দিয়ে মা হওয়ার কথা প্রকাশ্যে আনেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। জানান, সারোগেসির মাধ্যমে তাঁর এবং নিক জোনাসের (Nick Jonas) জীবনে সন্তান এসেছে। অনুরাগী ও শুভাকাঙ্খীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে নিজের ব্যক্তিগত জীবনে কিছু কাটানোর মতো সময় চেয়ে নিয়েছিলেন অভিনেত্রী। নিক-প্রিয়ঙ্কার সংসারে সন্তান আসার খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা। সম্প্রতি শোনা যাচ্ছে, ফের তাঁদের জীবনে সন্তান আসতে চলেছে।
নিক-প্রিয়ঙ্কার সংসারে দ্বিতীয় সন্তান?
সদ্যই জন্মদিন গিয়েছে প্রিয়ঙ্কা চোপড়ার। পরিবারের সঙ্গে জন্মদিনের বিশেষ মুহূর্ত উদযাপনের নানা ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে নিয়েছেন। তাঁর বোন পরিণীতি চোপড়াও দিদির জন্মদিনের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিয়েছেন নেট দুনিয়ায়। জন্মদিনের ছবিতেই দেখা যাচ্ছে, নিক-প্রিয়ঙ্কা সঙ্গে ক্যামেরায় পোজ দিয়েছেন তাঁদের কন্যা সন্তান মালতী মারি। যদিও মেয়ের মুখ ভালোবাসার ইমোজি দিয়ে ঢেকে দেন অভিনেত্রী। সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রথম সন্তানের পর এবং দ্বিতীয় সন্তান আসতে চলেছে তাঁদের জীবনে।
আরও পড়ুন - Kartik Aaryan: ভাইরাল ভিডিওতে কিং খানের কানে কানে কী বলেছিলেন কার্তিক?
সূত্রের খবর, প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস দুজনেই নিজেদের নিজেদের জীবনে ভাইবোনের গুরুত্ব দেন। তাই নিজেদের কন্যা মালতী মারির জন্যও তাঁরা এখনই ভাই কিংবা বোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি বেশ কিছু পোর্টালে খবর প্রকাশিত হয়েছে যে, নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া এখনই তাঁদের জীবনে আরও সন্তান চান। আর তাঁদের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও তাঁরা সারোগেসির মাধ্যমকেই বেছে নিতে পারেন। জানা যাচ্ছে এমনটাই। যদিও প্রিয়ঙ্কা কিংবা নিকের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে অফিশিয়ালি কিছু জানান হয়নি।
অন্যদিকে, বলিউড এবং হলিউড দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন প্রিয়ঙ্কা চোপড়া। কিছুদিন আগেই হলিউড ছবির কাজ করতে গিয়ে তাঁর চোট লাগে। সেই ছবিও শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। হলিউডে কাজ করার পাশাপাশি কাজ করছেন বলিউড ছবিতেও। তাঁকে শীঘ্রই দেখা যাবে ফারহান আখতারের পরবর্তী ছবি 'জি লে জারা'তে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে বি টাউনের আরও দুই নায়িকা আলিয়া ভট্ট ও ক্যাটরিনা কাইফকে। ছবির মুক্তির দিন এখনও ঘোষণা হয়নি।