এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
আজ অরিজিত সিংহর জন্মদিন, দেখে নেওয়া যাক শিল্পীর জনপ্রিয় কয়েকটি গান
আজ বলিউডের অন্যতম জনপ্রিয় শিল্পী অরিজিত সিংহর জন্মদিন। নিজের কন্ঠস্বরে একটা প্রজন্মকে আবেগ-আপ্লুত করেছেন তিনি। আশিকি-২ সিনেমার তুম হি হো গানের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে ওঠেন তিনি।
![আজ অরিজিত সিংহর জন্মদিন, দেখে নেওয়া যাক শিল্পীর জনপ্রিয় কয়েকটি গান Arijit Singh Birthday:memorable songs of ther singer আজ অরিজিত সিংহর জন্মদিন, দেখে নেওয়া যাক শিল্পীর জনপ্রিয় কয়েকটি গান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2015/12/13202523/arijit-singh.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা :আজ বলিউডের অন্যতম জনপ্রিয় শিল্পী অরিজিত সিংহর জন্মদিন। নিজের কন্ঠস্বরে একটা প্রজন্মকে আবেগ-আপ্লুত করেছেন তিনি। আশিকি-২ সিনেমার তুম হি হো গানের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে ওঠেন তিনি। তারপর থেকে একের পর গানে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন তিনি। সুরকাররাও পেয়ে গিয়েছেন চোখ বুজে ভরসা করার মতো এক শিল্পীকে। স্বল্প সময়ের মধ্যে তাঁর বিভিন্ন ধরনের গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী ঠিকানা খুঁজে নিয়েছে। কিছু কিছু গান তাঁর কেরিয়ারের মাইলস্টোন হয়ে উঠেছে। ইন্ডাস্ট্রির নির্ভরযোগ্য শিল্পী হয়ে উঠেছেন অরিজিত।
তুম হি হো গান অরিজিতকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। আদিত্য রায় কপূর ও শ্রদ্ধা কপূরের রোমান্টিক বৃষ্টি ভেজা দৃশ্য তাঁর আবেগ ঢালা কন্ঠে আনকোরা কন্ঠে নয়া মাত্রা এনে দিয়েছিল।
চন্না মেরেয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল)
অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় অরিজিতের মায়াবি কন্ঠস্বর শ্রোতাদের মুগ্ধ করেছে।
লাল ইশক (গলিয়োঁ কি রাসলীলা-রামলীলা)
সঞ্জয় লীলা বনশালীর এই সিনেমায় এই প্রেমের গানে অরিজিতের কন্ঠে আত্মবিশ্বাস ঝরে পড়েছে।
কবিরা এনকোর (ইয়ে জওয়ানি হ্যায় দিবানি)
রণবীরের অশ্রুভেজা চোখ, অরিজিতের কন্ঠ এই গানকে আলাদা মাত্রা দিয়েছে।
বিনতে দিল (পদ্মাবত)
একেবারেই অরিজিতের নিজস্ব গায়কী। প্রথম লাইন থেকেদের।
কাভি জো বাদল বরষে (জ্যাকপট)
সিনেমা খুব একটা সাড়া জাগাতে না পারলেও অরিজিতের এই গান ব্যাপক জনপ্রিয় হয়।
ও মাহি ভে (কেশরি)
পঞ্জাবি সুরে এই গানে জাদু ঢেলেছে অরিজিতের কন্ঠ।
এই সাতটি গান তাঁর কেরিয়ারের গুরুত্বপূর্ণ গান বলে বিবেচিত হতেই পারে। কিন্তু এছাড়াও রয়েছে আরও গান। অরিজিতের জন্মদিনে এই সাতটি গান নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের মুগ্ধ করবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)