Arijit Singh: সলমনের বাড়ির বাইরে অরিজিৎ সিংহ! তবে কী দীর্ঘ ৯ বছরের দ্বন্দ্বের অবসান? তুঙ্গে জল্পনা
Salman Khan: শোনা যায় বিবাদের জেরে সলমনের একাধিক ছবি থেকে নাকি বাদ পড়েছিল অরিজিত সিংহর গানও।
কলকাতা: তাঁদের ঠাণ্ডা লড়াইয়ের কথা কারও অজানা নয়। দীর্ঘ ৯ বছর ধরে বলিউডের এই দুইয়ের সম্পর্ক নিয়ে প্রায়শই চর্চা চলছে। কথা বলছি অরিজিৎ সিংহ (Arijit Singh) ও সলমন খানের (Salman Khan)। এবার এই ডুয়োর সম্পর্কে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। জানাযাচ্ছে, বুধবার অর্থাৎ গতকাল সলমন খানের অ্যাপার্টমেন্ট গ্য়ালাক্সির বাইরে দেখা গেছে অরিজিৎ সিংহ। একটি ভিডিও প্রকাশ হওয়ার পরই জোরদার হয়েছে জল্পনা। আর এই খবরেই আপতত সরগরম বলিউড।
সলমন খানের বাড়ি থেকে অরিজিত সিংহর বেরিয়ে যাওয়ার ভিডিও ট্যুইটারের একজন ভিডিও পোস্ট করেছেন। সেখানেই ভিডিওর ক্য়াপশানে তিনি লিখেছেন 'অরিজিৎ সিংহ, সলমন খান ভাই কা ঘর সে বাহার আরহা কেয়া বাত'। এই ভিডিও প্রকাশ্য়ে আসার পরই সেখানে একের পর এক মন্তব্য় আসতে থাকে। শোনা যায় বিবাদের জেরে সলমনের একাধিক ছবি থেকে নাকি বাদ পড়েছিল অরিজিত সিংহর গানও।
কেউ লিখেছেন, 'ইয়ে তো গজব হো গয়া', তো কেউ লিখেছেন, 'কেয়া চল রাহা ভাই', অন্য় একজন লিখেছেন 'ভাই সে মাফি মাঙ্গে গায়া হোগা।' অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাঁদের সম্পর্ক নিয়ে সবমহলেই চর্চা শুরু হয়ে গেছে।
আরও পড়ুন...
ইতালির রাস্তায় শাহরুখের নায়িকার গাড়ির ধাক্কায় মৃত্যু দম্পতির, জেল হতে পারে গায়ত্রীর!
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবির টিজার। ফলে সলমন ভক্তদের বহু দিনের অপেক্ষায় অবসান হয়েছে। অবশেষে ‘টাইগার’-রূপে সামনে এসেছেন তিনি। সলমন খানের টাইগার ৩-এর টিজার (Tiger 3 Teaser) প্রকাশ্যে আসার পরই তা পছন্দ করেছে তাঁর অনুরাগীরা। মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-র টিজার দেখে আপতত আপ্লুত ভাইজানের ভক্তরা। ২০২৩-এর দীপাবলিতে ( Diwali Release ) মুক্তি পাবে সল্লুমিঞার ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পেয়েছিল 'এক থা টাইগার'। তার ৫ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্যায়'। এরপর লম্বা বিরতি। অবশেষে ৬ বছর পর আসতে চলেছে টাইগার ৩। যশ চোপড়ার (Yash Chopra) জন্মদিনটিকে টাইগারের টিজার প্রকাশের দিন হিসেবে বেছে নিয়েছিলেন নির্মাতারা। ' টাইগার কা মেসেজ ' নামে টিজারটি শুরু হয়েছিল।
অন্য়দিকে, ফলোয়ার সংখ্যায় (follower numbers) বিশ্বব্যাপী তৃতীয় স্থানে নিজের জায়গা করে ফেলেছেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। তিনি পিছনে ফেলেছেন টেলর স্যুইফ্ট (Taylor Swift), বিলি আইলিশ (Billie Eilish) ও এমিনেমের (Eminem) মতো গ্লোবাল তারকাদের। জনপ্রিয় মিউজিক অ্যাপ 'স্পটিফাই'-এ (Spotify) শিল্পীদের ফলোয়ার সংখ্যা হিসেব অনুযায়ী এমনই তথ্য় প্রকাশ্য়ে এসেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন