Bollywood Celebrity Updates: বিয়ের পরই কেন গর্ভপাত করাতে বাধ্য হন অর্জুন বিজলানির স্ত্রী?
সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জীবনের নানা দিকের অজানা গল্প সকলের সামনে তুলে ধরছেন অর্জুন বিজলানি।
![Bollywood Celebrity Updates: বিয়ের পরই কেন গর্ভপাত করাতে বাধ্য হন অর্জুন বিজলানির স্ত্রী? Arjun Bijlani, Neha Swami Talk About Having An Abortion Due To Financial Crisis, know in details Bollywood Celebrity Updates: বিয়ের পরই কেন গর্ভপাত করাতে বাধ্য হন অর্জুন বিজলানির স্ত্রী?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/30/4d76c2d6333318a0b20abbf6cabeff71_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এবং সঞ্চালক অর্জুন বিজলানি (Arjun Bijlani)। 'মিলে যব হম তুম' ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করে আজ তিনি একদিকে যেমন সফল এবং জনপ্রিয় অভিনেতা। তেমনই অন্যদিকে, একাধিক শো সঞ্চালনা করেছেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে রিয়েলিটি শো 'স্মার্ট জোড়ি'তে (Smart Jodi)। এই রিয়েলিটি শোয়ে তিনি সস্ত্রীক হাজির। আর সেখানেই কথা বললেন নিজের জীবনের গোপন দিক সম্পর্কে।
সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জীবনের নানা দিকের অজানা গল্প সকলের সামনে তুলে ধরছেন অর্জুন বিজলানি। তার মধ্যমেই জানা যায়, বিয়ের পর পরই তাঁর স্ত্রী নেহা স্বামী (Neha Swami Bijlani) অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এবং গর্ভপাত করাতে বাধ্য হন। আর জীবনের গোপন দিকগুলোর কথা প্রকাশ্যে এনে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা।
আরও পড়ুন - Bawaal: জুটি বাঁধছেন বরুণ ধবন-জাহ্নবী কপূর, কবে দেখা যাবে তাঁদের 'বাওয়াল'?
অর্জুন বিজলানি বলেন, 'আমাদের বিয়ে হয়। তারপর এক বছরের মধ্যেই আমরা জানতে পারি যে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। সেই সময় আমার হাতে কোনও কাজ ছিল না। প্রায় এক থেকে দেড় বছর আমি কোনও কাজ করছিলাম না। স্বাভাবিকভাবেই সন্তান একটা বড় দায়িত্ব। তাই সেই সময় আমরা ওই পরিস্থিতিতে এক বড় ঝুঁকি নিতে চাইনি। ও (নেহা স্বামী) বুঝেছিল, খুব কাঁদছিল। আমারও অদ্ভূত লাগছিল সেই পরিস্থিতি। কারণ, সেই সময় আমার অ্যাকাউন্টে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা মতো পড়ে ছিল। সেই সময় আমি কীইবা করতে পারতাম। আমার নিজের লজ্জা লাগছিল যে আমি সন্তানের দায়িত্ব নিতে পারছি না। আমরা হাসপাতালে যাই। আর গর্ভপাত করাতে বাধ্য হই।'
রিয়েলিটি শো 'স্মার্ট জোড়ি'র মঞ্চে জীবনের দুঃখের দিনগুলোর কথা বলে আবেগপ্রবণ হয়ে পড়েন অর্জুন বিজলানি। বিয়ের পর আর্থিক সমস্যার কারণে তাঁরা সন্তান নিতে পারেননি। গর্ভপাতও করাতে হয় তাঁর স্ত্রীর। প্রসঙ্গত, জানা যাচ্ছে, 'স্মার্ট জোড়ি'তে সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া জুটি অর্জুন বিজলানি এবং নেহা স্বামী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)