Bawaal: জুটি বাঁধছেন বরুণ ধবন-জাহ্নবী কপূর, কবে দেখা যাবে তাঁদের 'বাওয়াল'?
চলতি বছর শুরুর দিকে 'বাওয়াল' ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা শোনা গেলেও বরুণ ধবনের বিপরীতে কোন বলিউড নায়িকাকে দেখা যাবে, তা জানা যায়নি। বিভিন্ন সূত্রে বেশ কিছু নায়িকার নাম উঠে আসছিল।
![Bawaal: জুটি বাঁধছেন বরুণ ধবন-জাহ্নবী কপূর, কবে দেখা যাবে তাঁদের 'বাওয়াল'? Varun Dhawan & Janhvi Kapoor to do 'Bawaal' in theatres soon, roped in as leads in Nitesh Tiwari's film, know in details Bawaal: জুটি বাঁধছেন বরুণ ধবন-জাহ্নবী কপূর, কবে দেখা যাবে তাঁদের 'বাওয়াল'?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/30/f447a804d3421ff4b50466ccd04bd4be_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন (Varun Dhawan) এবং জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। ছবির নাম 'বাওয়াল' (Bawaal)। চলতি বছর ফেব্রুয়ারিতে এই ছবির শ্যুটিং শুরু হয়। আজ এই ছবির মুক্তির দিন ঘোষণা হল। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বাওয়াল' ছবির মুক্তির দিন ঘোষণা করলেন বরুণ ধবন, জাহ্নবী কপূর এবং নির্মাতারা।
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন বলিউড ছবি 'বাওয়াল'-এর মুক্তির দিন পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'বরুণ ধবন এবং জাহ্নবী কপূরকে জুটিতে দেখা যাবে 'বাওয়াল' ছবিতে। 'ছিছোড়ে'র অভূতপূর্ব সাফল্যের পর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক নীতেশ তিওয়ারি জুটি বাঁধছেন নতুন ছবিতে। নাম 'বাওয়াল'। আগামী ৭ এপ্রিল ২০২৩ মুক্তি পাবে এই ছবি।'
আরও পড়ুন - Somy Ali: নাম না করে সলমনকে সাবধান করলেন সোমি আলি, টানলেন ঐশ্বর্য রাই প্রসঙ্গ
চলতি বছর শুরুর দিকে 'বাওয়াল' ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা শোনা গেলেও বরুণ ধবনের বিপরীতে কোন বলিউড নায়িকাকে দেখা যাবে, তা জানা যায়নি। বিভিন্ন সূত্রে বেশ কিছু নায়িকার নাম উঠে আসছিল। অবশেষে আজ এই ছবির মুখ্য চরিত্রে নায়িকার নাম এবং ছবির মুক্তির দিন ঘোষণা হল। প্রথমবার জাহ্নবী কপূরের সঙ্গে জুটি বাঁধছেন বরুণ ধবন। দুই তারকাকে আগে অন্যান্য অভিনেতা অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে। এবার 'বাওয়াল' ছবিতে বরুণ-জাহ্নবী জুটি কতটা ম্যাজিক দেখাতে পারে, তার অপেক্ষায় দর্শকেরা।
বলিউড তারকা বরুণ ধবন নিজেও 'বাওয়াল' ছবির মুক্তির দিন পোস্ট করেছেন। তিনি লেখেন, 'এবার 'বাওয়াল' হবে। অসাধারণ দুই ব্যক্তি সাজিদ নাদিয়াদওয়ালা এবং নীতেশ তিওয়ারির সঙ্গে আমার পরবর্তী ছিলর ঘোষণা করতে পেরে দারুণ উত্তেজনা অনুভব করছি। সঙ্গে জাহ্নবী কপূর। আগামী ৭ এপ্রিল ২০২৩ আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে।' জাহ্নবী কপূরও আগামী ছবির মুক্তির দিন পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। প্রত্যেকেই যে এই ছবিটিকে ঘিরে বেশ উত্তেজিত, তা বোঝা যাচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)