Arjun Bijlani Updates: এ কী চেহারা হয়েছে অর্জুন বিজলানির! দেখলে চিনতে পারবেন তো?
গত বছর রোহিত শেট্টি সঞ্চালিত 'খতরো কে খিলাড়ি'ও জেতেন অর্জুন বিজলানি (Arjun Bijlani)। তবে, তাঁর সাম্প্রতিক ছবি দেখে চমকে গিয়েছে নেট দুনিয়া। এ কী চেহারায় ধরা দিলেন অভিনেতা!
মুম্বই: বলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানি (Arjun Bijlani)। অভিনয়ের পাশাপাশি তিনি সঞ্চালক হিসেবেও জনপ্রিয়। বেশ কিছু ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি বহু শো তিনি সঞ্চালনা করেছেন। গত বছর রোহিত শেট্টি সঞ্চালিত 'খতরো কে খিলাড়ি'ও জেতেন। তবে, তাঁর সাম্প্রতিক ছবি দেখে চমকে গিয়েছে নেট দুনিয়া।
সোশ্যাল মিডিয়ায় অর্জুনের পোস্ট-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক অর্জুন বিজলানি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বড় বড় চুল, চোখে সানগ্লাস, সাদা শার্ট ও জিনস প্যান্টে একেবারে ভিন্ন লুকে দেখতে লাগছে তাঁকে। তার সঙ্গে মুখে সিগারেট। অভিনেতার এই লুক দেখে হতবাক নেট দুনিয়া। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় অভিনেতার আরও বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা গিয়েছে, এমন লুকে তিনি আচমকা একটি মেকআপ ভ্যানে উঠে পড়েন। আর সেখানে গিয়ে চমকে দেন সবাইকে। এভাবেই নয়া লুকে নেট দুনিয়া থেকে সেটের সহ অভিনেতা অভিনেত্রীদের চমক দিচ্ছেন অর্জুন বিজলানি।
আরও পড়ুন - Alia Bhatt Ranbir Kapoor Wedding: জোরকদমে চলছে রণবীর-আলিয়ার বিয়ের প্রস্তুতি
প্রসঙ্গত, সম্প্রতি 'স্মার্ট জোড়ি' নামের একটি শোয়ে সস্ত্রীক অংশগ্রহণ করেন অর্জুন বিজলানি। সেখানেই জীবনের বেশ কিছু গোপন কথা প্রকাশ্যে আনেন। অর্জুন বিজলানি বলেন, 'আমাদের বিয়ে হয়। তারপর এক বছরের মধ্যেই আমরা জানতে পারি যে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। সেই সময় আমার হাতে কোনও কাজ ছিল না। প্রায় এক থেকে দেড় বছর আমি কোনও কাজ করছিলাম না। স্বাভাবিকভাবেই সন্তান একটা বড় দায়িত্ব। তাই সেই সময় আমরা ওই পরিস্থিতিতে এক বড় ঝুঁকি নিতে চাইনি। ও (নেহা স্বামী) বুঝেছিল, খুব কাঁদছিল। আমারও অদ্ভূত লাগছিল সেই পরিস্থিতি। কারণ, সেই সময় আমার অ্যাকাউন্টে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা মতো পড়ে ছিল। সেই সময় আমি কীইবা করতে পারতাম। আমার নিজের লজ্জা লাগছিল যে আমি সন্তানের দায়িত্ব নিতে পারছি না। আমরা হাসপাতালে যাই। আর গর্ভপাত করাতে বাধ্য হই।'