(Source: ECI/ABP News/ABP Majha)
Arjun Kapoor: 'প্রাপ্য কর্মফল ঠিক ফিরে পাবে' ফের বিস্ফোরক অর্জুন কপূর
Arjun Kapoor News: ঘটনার সূত্রপাত বুধবার। সম্প্রতি একটি সংবাদমাধ্যম খবর দিয়েছিল, মা হতে চলেছেন মালাইকা অরোরা। এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় এক সংবাদ সংস্থাকে নিশানা করে বিস্ফোরক পোস্ট করলেন অর্জুন কপূর
মুম্বই: 'প্রত্যেকটা কাজেরই কর্মফল রয়েছে। সারা জীবন কোনও একজন মানুষকে সারা জীবন ধরে খাটো করা যেতে পারে না। তুমি কে সেটা আমি পরোয়া করি না। যা করা হয়, সেটা ফিরেও আসে। জীবন এভাবেই চলে। এখন অথবা কিছুটা সময় পরে.. বিশ্ব তোমায় সেই কর্মফল ঠিক ফিরিয়ে দেবে যেটা তোমার প্রাপ্য।'
প্রত্যেকটা শব্দে যেন কার্যত চাপা রাগ। অর্জুন কপূরের (Arjun kapoor)-এর ইনস্টাগ্রাম স্টেটাসে ঝলমল করছে এই বার্তা। মালাইকা অরোরা (Malaika Arora)-র অন্ত্বঃসত্ত্বা হওয়ার ভুয়ো খবরে ফের একবার ক্ষোভ উগরে দিলেন অর্জুন।
ঘটনার সূত্রপাত বুধবার থেকে। সম্প্রতি একটি সংবাদমাধ্যম খবর দিয়েছিল, মা হতে চলেছেন মালাইকা অরোরা। এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় এক সংবাদ সংস্থাকে নিশানা করে বিস্ফোরক পোস্ট করলেন অর্জুন কপূর। একই পোস্ট করলেন মালাইকা অরোরা। এক জাতীয়স্তরের বিনোদন সংবাদ সংস্থার পক্ষ থেকে একটি খবর প্রকাশ করা হয়। বুধবার 'মালাইকা অরোরা কি অন্তঃসত্ত্বা?' শীর্ষক ওই খবরটির স্ক্রিনশট পোস্ট করে ক্ষোভ উগরে দেন অর্জুন কপূর। অভিনেতার পরিষ্কার বক্তব্য, 'আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে ছেলেখেলা করবেন না'।
আরও পড়ুন: Pallavi Rubel: বিয়ের আসরে পল্লবী-রুবেল, সাত পাকে বাঁধা পড়লেন নতুন জুটি
বিগত ৪ বছর ধরে অর্জুন কপূর ও মালাইকা অরোরার সম্পর্ক। বিভিন্ন সময়েই তাঁদের নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। গুজব রটলে তা সমূলে উৎখাত করেন দুই তারকাই। এবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ওই সংবাদ সংস্থার করা খবরের স্ক্রিনশট পোস্ট করে অর্জুন ও মালাইকা লেখেন, 'এর থেকে বেশি নীচে নামতে পারতেন না এবং আপনি নৈমিত্তিক, সংবেদনশীল এবং আবর্জনার মতো খবর বহন করার ক্ষেত্রে একেবারে অনৈতিক হয়ে এটি করেছেন।' এরপর সেই সংস্থাকে আরও এক হাত নেন অভিনেতা। তিনি সরাসরি অভিযোগ তুলে লেখেন, 'আমরা ভুয়ো গসিপ এড়িয়ে চলার চেষ্টা করি বলে নিয়মিত এই ধরনের খবর করে মিডিয়ায় ছড়িয়ে এরা পার পেয়ে যান। এভাবে চলতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে ছেলেখেলা করবেন না।'