Pallavi Rubel: বিয়ের আসরে পল্লবী-রুবেল, সাত পাকে বাঁধা পড়লেন নতুন জুটি
Neem Fuler Madhu: শ্যুটিংয়ে বরবেশে দেখা মিলল রুবেলের। অন্যদিকে লাল বেনারসি, সোনার গয়নায় কনের সাজে নজরকাড়া পল্লবী। সাত পাকে বাঁধার প্রত্যেক মুহূর্ত ধরা রইল ক্যামেরায়
কলকাতা: ছোটপর্দায় সাত পাকে বাঁধা পড়ল পর্ণা আর সৃজন। বিয়ের মণ্ডপ সাজিয়ে ধুমধাম করে শ্যুটিং হল 'নিম ফুলের মধু'-র নায়ক নায়িকার। বিয়ের গল্প দিয়েই শুরু হল নতুন ধারাবাহিক।
প্রোমোতেই প্রকাশ্যে এসেছিল এই ধারাবাহিকের গল্পের আঁচ। ধারাবাহিকের ঘোষণাও করা হয়েছিল বিয়ের আসর বসিয়ে। নায়ক নায়িকার মালাবদল করিয়ে ঘোষণা করা হয়েছিল নতুন ধারাবাহিকের। নতুন ধারাবাহিক 'নিম ফুলের মধু'-তে জুটি বেঁধেছেন পল্লবী শর্মা (Pallavi Sharma) ও রুবেল। তাঁদের গলায় মালা দিয়ে, ফুলের গন্ধ মাখিয়ে ঘোষণা হয়েছিল নতুন এই ধারাবাহিকের । 'মিঠাই'-এর টাইম স্লটে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক।
আরও পড়ুন: Soha Ali Khan: ফের পর্দায় 'ছোড়ি', নুসরতের সঙ্গে থাকছেন সোহা আলি খানও
উত্তর কলকাতার বনেদি পরিবারের ছেলে সৃজন। এই ভূমিকাতেই দেখা যাবে রুবেলকে। অন্যদিকে পল্লবীর চরিত্রের নাম পর্ণা। বাবা, মায়ের সঙ্গেই থাকে সে। যৌথ পরিবার নয়, ছোট পরিবারেই মানুষ পর্ণা। এই দুই মানুষের সম্পর্ক নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। পরিচালকের কথায়, বিয়ের প্রথম বছর তেঁতো আর তার পরে মিষ্টি। সেই তেঁতো মিষ্টি স্বাদের গল্প নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিক।
শ্যুটিংয়ে বরবেশে দেখা মিলল রুবেলের। অন্যদিকে লাল বেনারসি, সোনার গয়নায় কনের সাজে নজরকাড়া পল্লবী। সাত পাকে বাঁধার প্রত্যেক মুহূর্ত ধরা রইল ক্যামেরায়। খুব শীঘ্রই সম্প্রচারিত হবে এই এপিসোডগুলি।