এক্সপ্লোর
করোনা কাটিয়ে উঠে প্লাজমা দেবেন, ইচ্ছা অর্জুনের
কয়েকদিন আগেই রিপোর্ট এসেছিল করোনা পজিটিভ। তারপর থেকেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি। ধীরে ধীরে সুস্থও হচ্ছেন। এবার ইনস্টাগ্রামে পোস্ট করে প্লাজমা দান করার ইচ্ছাপ্রকাশ করলেন বলিউড অভিনেতা অর্জুন কপূর

মুম্বই: কয়েকদিন আগেই রিপোর্ট এসেছিল করোনা পজিটিভ। তারপর থেকেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি। ধীরে ধীরে সুস্থও হচ্ছেন। এবার ইনস্টাগ্রামে পোস্ট করে প্লাজমা দান করার ইচ্ছাপ্রকাশ করলেন বলিউড অভিনেতা অর্জুন কপূর। চিকিৎসক সূত্রে খবর, ৪৫ দিনে প্লাজমা দান করবেন অর্জুন কপূর। করোনা নিয়ন্ত্রণে যখন গোটা গেশ সন্ধান করছে বিভিন্ন পদ্ধতির, তখন অনেক জায়গাতেই সফল হয়েছে এই প্লাজমা থেরাপি। করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তার ব্যবহারে অন্য রোগীকে সুস্থ করা যেতে পারে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্লাজমাদানে এগিয়ে আসার জন্য আবেদন করেছেন। আরও জানা যায়, আপাতত চিকিৎসকদের নজরেই রয়েছেন অর্জুন। মেনে চলছেন সমস্ত নিয়মবিধি ও। সিটি হাসপাতালে গিয়ে প্লাজমা দান করবার কথা তাঁর। সমস্ত মানুষকে প্লাজমা দানে উৎসাহ দিতেই তিনি এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন অর্জুন। ভবিষ্যতে রকুলপ্রীত সিং-এর বিপরীতে ছবিতে কাজ করার অর্জুনের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















