Armaan Malik: বিয়ের পরে বদলে গিয়েছে জীবন! এই প্রথম মুখ খুললেন আরমান
Armaan Malik on Marriage: বিয়ের পরে কতটা বদলেছে জীবন? এই প্রশ্ন আরমান মালিককে করতেই তিনি হেসে উত্তর দেন...
কলকাতা: সদ্য বিবাহ সেরেছেন তিনি। বিয়ে করেছেন দীর্ঘদিনের বান্ধবীকে। তবে বিয়ের পরে কতটা বদলেছে তাঁর জীবন? সেই নিয়ে আরমান মালিক। খুব অল্প বয়সেই নিজের সঙ্গীত দিয়ে লাখ লাখ মানুষের মন জয় করেছেন আরমান। আর এবার তাঁর নিজের জীবনে এসেছে বড় বদল। দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফের সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। কিন্তু বিয়ের পরে কতটা বদলেছে আরমান মালিকের জীবন? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুললেন তিনি।
বিয়ের পরে কতটা বদলেছে জীবন? এই প্রশ্ন আরমান মালিককে করতেই তিনি হেসে উত্তর দেন, 'এই বছরটা আমার কাছে খুব সুন্দর একটা বার্তা নিয়ে শুরু হয়েছে। আমার সঙ্গী আশনার সঙ্গে আমি আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছি। আমি অপেক্ষা করে রয়েছি এটা দেখার জন্য যে জীবন আমার জন্য আর কি কি সাজিয়ে রেখেছে।' আরমান আরও বলেন, তিনি তাঁর প্রিয় বন্ধুকে নিজের জীবনসঙ্গী বানাতে পেরেছেন। মানুষ বিপরীতের মানুষটাকে এমন খুব কমই পায়, যার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা যায়। আরমান মালিক তা পেয়েছেন বলে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চান। তিনি আরও জানিয়েছেন, এই বিয়েটা বদলে দিয়েছে ব্যক্তি আরমান মালিককে। তাঁর জীবনের দৃষ্টিভঙ্গি এখন অনেকটাই বদলেছে কারণ তিনি জীবনের অনেক কিছু তাঁর স্ত্রী-এর নজর দিয়েও দেখেন। তিনি মন করেন, তিনি আরও বেশি দায়িত্ববান হয়ে উঠেছেন বিয়ের পরে।
সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নন আশনা। পেশায় নেটপ্রভাবী আশনার বয়স ৩১ বছর। তিনি একজন নেটপ্রভাবী। তবে আশনার সঙ্গে বলিউড যোগও রয়েছে। এর আগে দেওয়া একটি সাক্ষাৎকারে আরমান মালিক বলেছিলেন তিনি ২০২৪ সালে বিয়ে সারবেন। আর ২০২৫ সালের প্রথমেই দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন তিনি। ২০১৭ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। এর আগে আরমান জানিয়েছিলেন, তাঁর ২০২৪ ভীষণ ভাল কেটেছে। আর নতুন বছরে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি। আর সেটাই করলেন তিনি। নতুন বছরে দীর্ঘদিনের প্রেমিকাকে নিজের করে নিলেন আরমান।
View this post on Instagram
আরও পড়ুন: Rhea Chakraborty: 'বাইপোলার ডিজঅর্ডারকে কাছ থেকে দেখেছি', রিয়ার মন্তব্য়ে কীসের ইঙ্গিত?