এক্সপ্লোর
সলমনের জন্মদিনেই পৃথিবীতে আসছে বোন অর্পিতার দ্বিতীয় সন্তান
ডিসেম্বরে সলমনের জন্মদিনের দিনই সন্তানকে পৃথিবীতে আনবেন তাঁরা। সি-সেকশন ডেলিভারির দিন নির্ধারিত হয়েছে ২৭ ডিসেম্বরই।

নয়াদিল্লি: দ্বিতীয়বার মা হতে চলেছেন সলমনের বোন অর্পিতা। অর্পিতা ও আয়ূষের প্রথম সন্তান আহিলের বয়স ৩। দিন কয়েক আগেই খান-পরিবারে সলমনের বাবা ও মায়ের বিবাহবার্ষিকী পালিত হয় মহা ধূমধামে। ক্যাটরিনা, রীতেশ থেকে সোনাক্ষী, করিশ্মা, কে ছিলেন না সেই পার্টিতে! সেদিনই অর্পিতাকে দেখা যায় সচেতন ভাবেই বেবি বাম্প দেখাতে। সূত্রের খবর, আগামী মাসেই দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আসার কথা।
বিশ্বস্ত সূত্রের খবর, ডিসেম্বরে সলমনের জন্মদিনের দিনই সন্তানকে পৃথিবীতে আনবেন তাঁরা। সি-সেকশন ডেলিভারির দিন নির্ধারিত হয়েছে ২৭ ডিসেম্বরই। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















